লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে মিনোয়ারা মিনু (৪৫) নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গঙ্গাশিবপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মিনু দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর গ্রামের রহিম উদ্দিন মিঝি বাড়ির মমিন উল্যার স্ত্রী। তার স্বামী ঢাকায় প্রাইভেটকার চালান।
মিনুর জা রেজিয়া বেগম ও বাড়ির লোকজন জানান, মিনু বৃহস্পতিবার দুপুরে লাকড়ি সংগ্রহের জন্য বাড়ির পাশের মৃধা বাড়ির সুপারি বাগানে যান। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। সন্ধ্যায় বাড়ির লোকজন ওই বাগানে তার গলা কাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন। পুলিশ রাত সাড়ে ৯টার দিকে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় লোকজন জানান, নির্জন ওই বাগানে মাদকসেবী এবং জুয়াড়িদের আড্ডা বসে। তাদের হাতেই গৃহবধূ মিনু খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাসান মোস্তফা স্বপন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।