আসসালামু আলাইকুম স্যার, বিষয়ঃ চুরি করতে এসে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ সম্পর্কিত ওয়াচ প্রতিবেদন । অদ্য ৩১/০৮/২৪ইং তারিখ, নগরীর ২৭ নং ওয়ার্ডের রুইয়ার পোল, কাঞ্চন কাজির বাড়িতে চুরির চুরি করতে এসে, , চোরের নাম হল রফিকুল ইসলাম বাবুল শেখ, পিতার নাম মান্নান শেখ। তাদের বাড়ি বাগেরহাট, বর্তমানঠিকানা, স্থান ১০ নং ওয়ার্ডের কেটিসির ভিতরে বাসা(ভাড়া থাকে) তার দুই স্ত্রী এক ছেলে দুই মেয়ে রাত অনুমান ০২:০০ঘটিকার দিকে, কারেন্টের তার, চুরির করার জন্য বিদ্যুতের লাইন কাটতে গেলে, ওই লাইনের সাথে বিদুতায়িত হয়ে, মৃত্যু হয়ে, খুব সকালে, মহিলারা ওযু করতে ওঠে, দেখে একটি লোক মৃত পড়ে আছে, সাথে সাথে এয়ারপোর্ট থানাকে কল দিলে,,থানা পুলিশ এসেআইনগত ব্যবস্থা নেন এবং ময়নাতদন্তের জন্য লাস্ট মর্গে প্রেরণ করেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।