দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
রোববার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৮ এ রায় দেন।
রায় ঘোষণার সময় খন্দকার মোশাররফ আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে গত ২০ নভেম্বর বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় এবং ২৮ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থ আত্মসাতের মামলায় খালাস পান তিনি। এ নিয়ে দুই সপ্তাহে দুদকের তিনটি মামলায় খালাস পেলেন তিনি।