নওগাঁ: নওগাঁর রানীনগর উপজেলায় ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুরবান আলী (৩২) এবং তার মেয়ে কুয়েলি আক্তার (১০)।
স্থানীয় বাসিন্দারা বলছেন, বাকপ্রতিবন্ধী কুরবান আলী পেশায় একজন মৎস্যজীবী। দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ চলছিল তার। এরই জেরে রোববার (১ ডিসেম্বর) তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান। ধারণা করা হচ্ছে, এরই জেরে মেয়েকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
এ বিষয়ে রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন জানান, খবর পেয়ে আমি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছি। সান্তাহার জিআরপি থানাকে খবর দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে৷