বেক্সিমকো গ্রুপের ৩ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ বেক্সিমকো গ্রুপের ৩ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

বেক্সিমকো গ্রুপের ৩ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩৮ পাঠক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির বেক্সিমকো গ্রুপের আওতাধীন বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

এ আদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হয়েছে।

 

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এবং উদ্ভূত সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলো স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ওই স্বতন্ত্র পরিচালকরা আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

বেক্সিমকো গ্রুপের ৩ কোম্পানির মধ্যে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের স্বতন্ত্র পরিচালকরা হলেন- বুয়েটের ডিপার্টমেন্ট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রফেসর ড. মো. শাহিনুর ইসলাম, বেঙ্গল ওভারসিজ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম, লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার, এম এম রহমান অ্যান্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক এবং দি ইনস্টিটিউট অব চাটার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন, ফ্রিল্যান্স কনসালটেন্ট মির্জা আমিনুর রহমান, এমএনএ অ্যাসোসিয়েটের সিইও এম নুরুল আলম, ইনফাইনাইজেন্ট কনসালটিং লিমিটেডের চিফ কনসালটেন্ট শেখ নাহার মাহমুদ, সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেড সাভারের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত-উল-ইসলাম এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও বিজিএমইএ’র প্রশাসক আনোয়ার হোসেন।

বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডে যে ৯ জন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন, তারাই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে কাজ করবেন।

এদিকে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে যারা দায়িত্ব পেয়েছেন তাদের মধ্যে ছয়জন এবং নতুন একজনকে শাইনপুকুর সিরামিকস লিমিটেডে যুক্ত করা হয়েছে। কোম্পানিটির অন্যান্য স্বতন্ত্র পরিচালকরা হলেন- বুয়েটের ডিপার্টমেন্ট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রফেসর ড. মো. শাহিনুর ইসলাম, লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার, এম এম রহমান অ্যান্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক এবং দি ইনস্টিটিউট অব চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন, ফ্রিল্যান্স কনসালটেন্ট মির্জা আমিনুর রহমান, এমএনএ অ্যাসোসিয়েটের সিইও এম নুরুল আলম, সেনা সদর পদাতিক পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও বিজিএমইএ’র প্রশাসক আনোয়ার হোসেন। এর মধ্যে কোম্পানিটির নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন সেনা সদর পদাতিক পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী।

বিএসইসির আদেশে উল্লেখ রয়েছে, “যেহেতু, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৫ নং আইন) এর মাধ্যমে সিকিউরিটিতে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, সিকিউরিটিজ মার্কেটের উন্নয়ন এবং এতদসংক্রান্ত বিষয়াবলী বা তদধীনে আনুষংগিক বিধান প্রণয়নের উদ্দেশ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (অতপর ‘কমিশন’ বলে বিবেচিত হবে) গঠন করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ (১৯৬৯ সনের ১৭ নং অর্ডিন্যান্স) এর ধারা ২এ অনুযায়ী বেক্সিমকো গ্রুপের আওতাধীন বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড ইস্যুয়ার কোম্পানি হিসেবে বিবেচিত এবং ধারা ৯ অনুযায়ী উক্ত কোম্পানিসমূহের শেয়ার ও সিকিউরিটিজ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। যেহেতু, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির গত ১১ ডিসেম্বর সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো গ্রুপের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে স্বতন্ত্র পরিচালক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিয়োগ প্রদান করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। ”

“যেহেতু, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গত ২৯ ডিসেম্বর পত্রের মাধ্যমে উপর্যুক্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১ ডিসেম্বর সভার সিদ্ধান্ত অনুযায়ী বেক্সিমকো গ্রুপের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে স্বতন্ত্র পরিচালক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে নির্দেশ প্রদান করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ১৬ অনুযায়ী এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কমিশনকে কোনো নীতিগত বিষয়ে বিশেষ সময় সময় নির্দেশ প্রদান করতে পারবে এবং কমিশন তা পালন করতে বাধ্য থাকবে এবং এর পাশাপাশি যেহেতু, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এবং উদ্ভূত সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো গ্রুপের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা প্রয়োজন বলে কমিশন মনে করে। অতএব সেহেতু, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ধারা ২০এ এর প্রদত্ত ক্ষমতাবলে কমিশন, বেক্সিমকো গ্রুপের আওতাধীন পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রদান করা হলো। উক্ত কোম্পানিসমূহের আসন্ন পর্ষদ সভায় যোগদানের তারিখ হতে পরবর্তী ৩ বছরের জন্য কার্যকর থাকবে। ”

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বুধবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD