সিংড়ায় পূর্ববাংলা সর্বহারা পার্টির পোস্টারিং, ফের জনমনে আতঙ্ক সিংড়ায় পূর্ববাংলা সর্বহারা পার্টির পোস্টারিং, ফের জনমনে আতঙ্ক – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

সিংড়ায় পূর্ববাংলা সর্বহারা পার্টির পোস্টারিং, ফের জনমনে আতঙ্ক

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৭ পাঠক

নাটোরের সিংড়া উপজেলার বিলদহর বাজার এলাকায় রাতের আঁধারে পূর্ব বাংলা সর্বহারা পার্টির নামে দেয়ালে দেয়ালে পোস্টারিং করা হয়েছে। এতে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে অঞ্চল জুড়ে।

 

মঙ্গলবার (০৭ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার চামারি ইউনিয়নের বিলদহর বাজারের বিভিন্ন দোকানের দেয়ালে এবং ব্রিজের ওপর পূর্ব বাংলা সর্বহারা পার্টির নামে পোস্টার লাগানো হয়। তবে কারা এটা করেছে তা কেউ শনাক্ত করতে পারেনি বলে জানিয়েছেন এলাকাবাসী।

পোস্টারগুলোতে লেখা হয়, ২ জানুয়ারি-২০২৫ পার্টি-প্রতিষ্ঠাতা ও মহান নেতা কমরেড সিরাজ শিকদারের ৫তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করুন, কমরেড সিরাজ শিকদারের বিপ্লবী ঐতিহ্যকে ভিত্তি করুন, তার দুর্বলতা এবং ত্রুটিকে অতিক্রম করুন! গ্রামাঞ্চল কৃষি বিপ্লব ও গণযুদ্ধকে কেন্দ্র করে বিপ্লবী রাজনীতিকে এগিয়ে নিয়ে চলুন। মার্কাসবাদ-লেলিনবাদ মাওবাদ-জিন্দাবাদ।

এছাড়া অপর একটি পোস্টারে লেখা রয়েছে কেন্দ্রীয় কমিটি পূর্ব বাংলার সর্বহারা পার্টি। পোস্টারের শিরোনাম দেওয়া হয়েছে দুনিয়ার সর্বহারা ও নিপীড়িত জাতি জনগণ এক হও!

উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তীকালে সর্বহারাদের ব্যাপক দৌরাত্ম্য ছিল। রাস্তাঘাট তৈরি, বিদ্যুতায়ন, এবং পুলিশের সংখ্যা বাড়লে সর্বহারাদের দৌরাত্ম্য ও তৎপরতা কমে আসে। তবে সম্প্রতি নাটোরের সিংড়ায় পুলিশি তৎপরতায় পরিস্থিতির উন্নতি হলেও ফের তাদের পোস্টারিং মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলতে গেলে কেউ মুখ খুলতে চান না বা কোনো মন্তব্যও করতে রাজি না।

এ ঘটনা জানতে চাইলে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বাংলানিউজকে বলেন, বিষয়টি জানার জন্য পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ ব্যাপারে পুলিশ সতর্ক আছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD