ঢাকা ০৩:০০ পিএম, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আসামি গ্রেপ্তারে গিয়ে দগ্ধ সেই এসআইয়ের মৃত্যু

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৪:৪৯:০২ এএম, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ১১৫ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গিয়ে ইট ভাটার চুল্লিতে পড়ে দগ্ধ মহানগর পুলিশের সেই উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তার মৃত্যু হয় বলে বরিশাল মহানগরের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানিয়েছেন।

 

মৃত এসআই মো. মেহেদি হাসান বরগুনা সদর থানার চর কলোনি গ্রামের বাসিন্দা মো. জানে আলমের ছেলে। তিনি বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় কর্মরত ছিলেন।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার জানান, গত ৬ জানুয়ারি গভীর রাতে একটি গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য বাবুগঞ্জ উপজেলার ইসলাম ব্রিকসে অভিযান করে। এ সময় ভাটার চুল্লির একটি পাত সরে গিয়ে পড়ে যায় এসআই মেহেদি হাসান। পরে তাকে অন্য পুলিশ সদস্য ও শ্রমিকরা মই দিয়ে ওপরে উঠানো হয়। কিন্তু তার শরীরে ৪০ শতাংশ পুড়ে যায়। এসআই মেহেদিকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর দুইটায় মারা গেছেন তিনি।

এদিকে বরিশাল মহানগরের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আসামি গ্রেপ্তারে গিয়ে দগ্ধ সেই এসআইয়ের মৃত্যু

প্রকাশকাল ০৪:৪৯:০২ এএম, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

বরিশালে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গিয়ে ইট ভাটার চুল্লিতে পড়ে দগ্ধ মহানগর পুলিশের সেই উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তার মৃত্যু হয় বলে বরিশাল মহানগরের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানিয়েছেন।

 

মৃত এসআই মো. মেহেদি হাসান বরগুনা সদর থানার চর কলোনি গ্রামের বাসিন্দা মো. জানে আলমের ছেলে। তিনি বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় কর্মরত ছিলেন।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার জানান, গত ৬ জানুয়ারি গভীর রাতে একটি গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য বাবুগঞ্জ উপজেলার ইসলাম ব্রিকসে অভিযান করে। এ সময় ভাটার চুল্লির একটি পাত সরে গিয়ে পড়ে যায় এসআই মেহেদি হাসান। পরে তাকে অন্য পুলিশ সদস্য ও শ্রমিকরা মই দিয়ে ওপরে উঠানো হয়। কিন্তু তার শরীরে ৪০ শতাংশ পুড়ে যায়। এসআই মেহেদিকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর দুইটায় মারা গেছেন তিনি।

এদিকে বরিশাল মহানগরের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।