এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক কমলো এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক কমলো – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক কমলো

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২১ পাঠক

এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫% হতে কমিয়ে ১০% নির্ধারণ এবং বিদ্যমান ৩% রেগুলেটরি শুল্ক ও ৫% আগাম কর প্রদান হতে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ প্রজ্ঞাপন জারি করে।

এনবিআর-এর এই প্রজ্ঞাপনের ফলে প্রতিটি এয়ার পিউরিফায়ারের আমদানি খরচ প্রকারভেদে ১,৫০০ টাকা হতে ৭,০০০ টাকা পর্যন্ত কমবে।

বর্তমানে বিশ্বে বায়ুদূষণের শীর্ষে থাকা শহরের তালিকায় ঢাকা ও বাংলাদেশের অন্যান্য শহরের নাম রয়েছে। এ বায়ুদূষণের ফলে জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষতিসহ জনগণের ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বায়ুদূষণের এই ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আমদানি পর্যায়ে শুল্ক-কর হ্রাস করার মাধ্যমে এয়ার পিউরিফায়ারের মত কার্যকর বায়ুদূষণ নিয়ন্ত্রণের সরঞ্জাম সহজলভ্য করতে এয়ার পিউরিফায়ারের আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক (সিডি) ২৫ শতাংশ হতে হ্রাস করে ১০শতাংশ নির্ধারণ এবং ৩ শতাংশ রেগুলেটরি শুল্ক (আরডি) ও ৫ শতাংশ আগাম কর (এটি)  প্রদান হতে সম্পূর্ণ অব্যাহতি প্রদান  করলো।

এই অব্যাহতি প্রদানের ফলে এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান মোট করভার ৫৮.৬০ শতাংশ থেকে কমে ৩১.৫০ শতাংশে নেমে এসেছে।

আমদানি ব্যয় কমার কারণে এয়ার পিউরিফায়ার জনগণের নিকট সহজলভ্য হবে। এয়ার পিউরিফায়ারের বহুল ব্যবহার জনস্বাস্থ্যের ওপর বায়ুদূষণের বিরূপ প্রতিক্রিয়া প্রতিরোধে কিছুটা হলেও সহায়ক হবে বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD