বিদায়ের বার্তা অমিতাভের! বিদায়ের বার্তা অমিতাভের! – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

বিদায়ের বার্তা অমিতাভের!

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২ পাঠক

বয়স যেন তার কাছে সংখ্যা মাত্র। ৮২ বসন্ত পার করেও এই প্রজন্মের অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে চলেছেন অমিতাভ বচ্চন।

আর সেই কারণেই বলিউডের নবীন প্রজন্মের কাছে এক আদর্শ ও অনুপ্রেরণা তিনি।

 

শনিবার (০৮ ফেব্রুয়ারি) এইমেগাস্টার তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এমন একটি পোস্ট দেন। যা দেখে উদ্বিগ্ন তার ভক্তরা।

বিগবি তার পোস্টে শুধু তিনটি শব্দ লেখেন। তিনি লেখেন, ‘টাইম টু গো…’, যার বাংলা করলে দাঁড়ায়- ‘বিদায় নেওয়ার সময় এসেছে’। অমিতাভ বচ্চনের এই এক পোস্টেই সামাজিকমাধ্যমে ঝড় উঠেছে!

ভক্তদের কৌতূহল, তাহলে কি এবার অভিনয় থেকে অবসর চাইছেন বলিউডের শাহেনশা? সেসব প্রশ্নের উত্তর তিনি দেননি, যদিও সামাজিকমাধ্যমে ভক্তদের প্রশ্নের জোয়ার। কারও প্রশ্ন, ‘কী হয়েছে স্যার?’ কেউ লেখেন, ‘এত তাড়াহুড়োর কী আছে স্যার?’ কেউ বা আবার খোলাখুলি অমিতাভের কাছ থেকে জানতে চান- তার এই পোস্টের কী অর্থ?

এদিকে ভক্তদের আরেক অংশের আশঙ্কা, ‘বলিউডকে বিদায় জানাচ্ছেন না তো!’ কেউ কেউ আবার ইতিবাচক ভাবনা নিয়ে প্রশ্ন ছুঁড়েছেন। কেউ কেউ ধারণা করছেন ‘পরবর্তী সিনেমার সেটে যাওয়ার সময়ের কথা বলছেন’।

২০২৩ সালের নভেম্বর মাসেই ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৬-র সেটে তাইকোন্ডোর মারপ্যাঁচ দেখিয়ে সবাইকে তাজ্জব করে দিয়েছিলেন বিগবি।

অমিতাভ বচ্চন এমনই একজন মানুষ অস্ত্রোপচার, অসুস্থতা, এত ঝড়-ঝাপটা কোনও কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। এই বয়সে আজও তার কাছে কর্মই ধর্ম। চিরতরুণদের মতোই এনার্জি তার। এখনও শুটিং সেটে পাল্লা দিয়ে ছুটে বেড়ান সবার সঙ্গে। সেই তিনিই যখন ‘যাওয়ার’ কথা বলছেন, তখন ভক্তদের উদ্বেগ অস্বাভাবিক নয়।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD