ঢাকা ০৬:২৩ পিএম, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের জয়শ্রী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৫:৪০:০৬ এএম, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৬ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ১২টার পর জয়শ্রী বাসস্ট্যান্ড সংলগ্ন ওই বাজারের একটি অংশে এ অগ্নিকাণ্ড ঘটে।

 

খবর পেয় সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উজিরপুর ও গৌরনদী উপজেলা ফায়ার ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

গৌরনদীর স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, খবর পেয়ে উজিরপুরসহ তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ শুরু করেন।

স্থানীয়রা জানান, হঠাৎ করে জয়শ্রী বাজারের ওই অংশে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়, তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হলে তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। আর আগুন নেভানোর পানির জোগান রাস্তার অপর প্রান্ত থেকে নেওয়ায় পুরো সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।

স্থানীয় বাসিন্দা আকাশ জানান, আগুনে একটি অটোরিকশার ব্যাটারির দোকান, একটি মুদি দোকান, একটি রেন্ট এ কারের দোকান, একটি মোটরসাইকেলের গ্যারেজসহ ৬-৭ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরও কিছু দোকান ও দোকানের মালামালে আগুনে কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও ঘটনার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে জানানোর কথা জানিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের জয়শ্রী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশকাল ০৫:৪০:০৬ এএম, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ১২টার পর জয়শ্রী বাসস্ট্যান্ড সংলগ্ন ওই বাজারের একটি অংশে এ অগ্নিকাণ্ড ঘটে।

 

খবর পেয় সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উজিরপুর ও গৌরনদী উপজেলা ফায়ার ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

গৌরনদীর স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, খবর পেয়ে উজিরপুরসহ তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ শুরু করেন।

স্থানীয়রা জানান, হঠাৎ করে জয়শ্রী বাজারের ওই অংশে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়, তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হলে তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। আর আগুন নেভানোর পানির জোগান রাস্তার অপর প্রান্ত থেকে নেওয়ায় পুরো সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।

স্থানীয় বাসিন্দা আকাশ জানান, আগুনে একটি অটোরিকশার ব্যাটারির দোকান, একটি মুদি দোকান, একটি রেন্ট এ কারের দোকান, একটি মোটরসাইকেলের গ্যারেজসহ ৬-৭ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরও কিছু দোকান ও দোকানের মালামালে আগুনে কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও ঘটনার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে জানানোর কথা জানিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।