মধ্যবর্তী দলবদলে কে কোথায় মধ্যবর্তী দলবদলে কে কোথায় – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

মধ্যবর্তী দলবদলে কে কোথায়

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৩৮ পাঠক

গতকাল রাত ১২টায় শেষ হয়েছে এবারের মৌসুমের মধ্যবর্তী দলবদল। এবার দলবদলে বরাবরের মতো চমক দেখিয়েছে টানা পাঁচ আসরের লিগ শিরোপাজয়ী বসুন্ধরা কিংস।

লিভারপুল ও রিয়াল মাদ্রিদের হয়ে জুনিয়র দলে খেলা ৩২ বছরের আর্জেন্টাইন স্ট্রাইকার হুয়ান লাসকানোকে তারা।

 

লাসকানোর পাশাপাশি ঘানাইয়ান উইঙ্গার ইভান্স ইত্তি, ২৮ বছর বয়স্ক ব্রাজিলিয়ান ডিফেন্ডার দাসিয়েলকে দলে নিয়েছে কিংস। এছাড়া পুরোনো খেলোয়াড় উজবেকিস্তানের আসরর গফুরভকে ফিরিয়ে এনেছে তারা। তবে প্রথম পর্বে খেলা দুই বিদেশি ফরাসি খাসা ও নাইজেরিয়ান ইসাকে ছেড়ে দিয়েছে কিংস।

অন্যদিকে প্রথম লেগে কোনো বিদেশি ছাড়া খেললেও দ্বিতীয় পর্বে দুই বিদেশিকে নিয়েছে ঢাকা আবাহনী। ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত আকাশি-নীল জার্সিতে খেলে যাওয়া ব্রাজিলিয়ান রাফায়েল আগুস্তো সান্তোস দি সিলভাকে ফিরিয়েছে তারা। এ মিডফিল্ডারের পাশাপাশি নাইজেরিয়ার ফরোয়ার্ড এমেকা ওগবাহ’র নিবন্ধন সেরেছে ধানমন্ডিপাড়ার ক্লাবটি।

মোহামেডানের আক্রমণভাগের মূল শক্তি সুলেমানে দিয়াবাতে। আক্রমণের শক্তি বাড়াতে মোরিওকে নিয়েছে এ মুহূর্তে লিগ টেবিলে শীর্ষে থাকা দলটি। ২০২২-২৩ মৌসুমে পুলিশের জার্সিতে ১৮ ম্যাচে ৯টি গোল করেছিলেন ভেনেজুয়েলার এই ফরোয়ার্ড, আর ২০২৩-২৪ মৌসুমে ১৫ ম্যাচে জালের দেখা পেয়েছিলেন ৫ বার।

লিগ টেবিলের তলানির দিকে থাকা চট্টগ্রাম আবাহনী মাঝমাঠের শক্তি বৃদ্ধি করেছে। প্যারাগুয়ের ২৭ বছর বয়সি ফুটবলার উইলসন মেদিনাকে নিবন্ধন করিয়েছে তারা।

আবাহনী, কিংস ছাড়াও অন্য দলগুলোও মধ্যবর্তী দলবদলে তাদের প্রয়োজনমতো খেলোয়াড় নিবন্ধন করিয়েছে। শেখ জামাল ধানমন্ডিতে একসময় খেলা গাম্বিয়ান সলোমনকে এবার রহমতগঞ্জ নিয়েছে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD