শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

ফ্যাসিস্টরা যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে: কাদের গনি চৌধুরী
সবুজবাংলা টিভি
প্রকাশ মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ‘১৭ বছর ধরে বাংলাদেশের নির্যাতিত জনগণ মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পারেনি। ’

তিনি বলেন, ‘আমরা চাই, বাংলাদেশ থেকে আজীবনের জন্য ফ্যাসিবাদ দূর হয়ে যাক।

ফ্যাসিবাদ যেন বাংলার মাটিতে আর কখনো স্থান না পায়। ’

 

সোমবার (৩১ মার্চ) গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ঈদুল ফিতরের নামাজ শেষে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন কাদের গনি চৌধুরী।

তিনি বলেন, ‘বাংলাদেশ আজ স্বৈরাচারীর শৃঙ্খল থেকে মুক্ত। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার পালিয়েছে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, যেন ফ্যাসিস্টরা আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। ’

এ সময় উপজেলা বিএনপির সদস্য মো. সরোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক এম মোরশেদ হাজারী, ওসমান তাহের সম্রাট, হাজী মাহবুবুল আলম, হাসান মুন্সি, মুহাম্মদ হোসেন, শফিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পাতার আরো খবর