ভারতকে বিস্তৃত সংঘাতের পথ এড়াতে বলল যুক্তরাষ্ট্র ভারতকে বিস্তৃত সংঘাতের পথ এড়াতে বলল যুক্তরাষ্ট্র – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ভারতকে বিস্তৃত সংঘাতের পথ এড়াতে বলল যুক্তরাষ্ট্র

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৬৭ পাঠক

সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনার ‘জবাব দেওয়ার ক্ষেত্রে’ ভারত যেন বিস্তৃত সংঘাতের পথে না যায় সে প্রত্যাশা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।

বৃহস্পতিবার (১ মে) ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ প্রত্যাশার কথা বলেন।

 

ভান্স বলেন, ‘আমাদের আশা, ভারত এই সন্ত্রাসী হামলার জবাবে এমনভাবে প্রতিক্রিয়া জানাবে, যেন তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে নিয়ে না যায়। ’

গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে অস্ত্রধারীরা হামলা চালায়। এই ঘটনায় বন্দুকধারীদের গুলিতে নিহত হন ২৬ পর্যটক, যারা ভারতের বিভিন্ন অঞ্চল থেকে সেখানে ঘুরতে গিয়েছিলেন। ২০১৯ সালের পর এটি কাশ্মীরে সবচেয়ে ভয়াবহ হামলা।

বরাবরের মতো এই হামলার জন্যই দিল্লির নীতি-নির্ধারকরা পাকিস্তানকে দোষারোপ করেন। তারা বলেন, সীমান্তের ওপারের যোগসাজশে সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। ভারত এর জবাবে পাকিস্তানের সঙ্গে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় করা সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিলসহ বিভিন্ন কঠোর পদক্ষেপ নেয়। অন্যদিকে অভিযোগ নাকচ করে ইসলামাবাদও বাতিল করে দুদেশের অখণ্ডতার প্রতি সম্মান রাখা সংক্রান্ত সিমলা চুক্তিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক লেনদেন ও কার্যক্রম।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে, ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দেশের সশস্ত্র বাহিনীকে পহেলগাঁও হামলার জবাব দেওয়ার ‘সবুজ সংকেত’ দিয়েছেন। অন্যদিকে ইসলামাবাদ ৩০ এপ্রিল বলেছে, ভারত ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে। এর মধ্যে দুই দেশের সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) থেমে থেমে গোলাগুলির খবর মিলছে।

পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ে ভান্স বলেন, ‘সত্যি বলতে কী, আমরা আশা করি পাকিস্তান—তাদের পুরো দায়িত্বশীলতা দিয়ে ভারতের সঙ্গে সহযোগিতা করবে, যাতে নিশ্চিত করা যায় যে তাদের ভূখণ্ডে মাঝেমধ্যে যে সন্ত্রাসীরা তৎপরতা চালায়, তাদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। ”

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা এই হামলার নিন্দা জানিয়েছেন এবং একে ‘সন্ত্রাস’ ও ‘বিবেকহীন’ কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন। তারা ভারতের প্রতি সংহতি জানালেও ঘটনাটির জন্য পাকিস্তানকে সরাসরি দোষারোপ করেননি।

এর আগে ভারত ও পাকিস্তান দুই দেশের প্রতিই উত্তেজনা প্রশমনে এবং ‘দায়িত্বশীল সমাধানে’ পৌঁছাতে কাজ করার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD