বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন

বরিশাল সদর আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ গ্রেপ্তার
সবুজবাংলা টিভি
প্রকাশ রবিবার, ১৮ মে, ২০২৫

বরিশাল ৫ আসনে পতিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে ঢাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শনিবার ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।

জেবুন্নেসা আফরোজ আওয়ামী লীগ সরকারের সময়ে ১০তম জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য ছিলেন। এই আসনে তার আগে সংসদ সদস্য ছিলেন তার স্বামী শওকত হোসেন হিরন। বরিশাল শহর আওয়ামী লীগের সভাপতি এবং শহরের প্রাক্তন মেয়রও ছিলেন তিনি।’সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজের বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে ।যার মূল্য ২০০ কোটি টাকার উর্ধে সবুজ বাংলা টিভির সাংবাদিকরা তদন্ত করেছে অতি স ওই ধারাবাহিক ভাবে প্রচার করা হবে।

এই পাতার আরো খবর