শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

ক্ষয়ক্ষতি দেখে নেতানিয়াহু বললেন, ইরানকে চরম মূল্য দিতে হবে
সবুজবাংলা টিভি
প্রকাশ রবিবার, ১৫ জুন, ২০২৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি বেসামরিক নাগরিকদের হত্যার জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে।

বাত ইয়ামের এক আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এটি সাধারণ মানুষ, নারী ও শিশুদের পরিকল্পিতভাবে হত্যা— যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

নেতানিয়াহু আরও বলেন, ইরান ইসরায়েলের জন্য একটি অস্তিত্বের হুমকি সৃষ্টি করেছে। নিহতদের প্রতি শোক জানিয়ে তিনি বলেন, আমরা শোকাহত, নিহতদের পরিবারের সঙ্গে আমাদের হৃদয় রয়েছে।

একইসঙ্গে তিনি সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন, যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়।

ইসরায়েল শুক্রবার ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা নিহত হন। এরপরই পাল্টা হামলায় নামে ইরান।

শনিবার রাতভর দফায় দফায় হামলা চলে ইরান ও ইসরায়েলের মধ্যে। এখনো হামলা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা হয়েছে। ইসরায়েল আবার বলছে, তারা গত এক ঘণ্টায় ২০টি ড্রোন ভূপাতিত করেছে।

এই পাতার আরো খবর