শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

ইরানের ৪ অঞ্চলে হামলা, দাবি ইসরায়েলের
সবুজবাংলা টিভি
প্রকাশ সোমবার, ২৩ জুন, ২০২৫

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, আজ তারা ইরানের চারটি অঞ্চলে ডজনখানেক বিমান হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু ছিল সামরিক স্থাপনা।

হামলা চালানো হয়েছে ইস্পাহান, বুশেহর, আহভাজ ও ইয়াজদে।

 

ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ইয়াজদে চালানো হামলায় খোররামশাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গুদামঘর ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে ইস্পাহান, বুশেহর ও আহভাজে হামলার লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কারখানা এবং একটি ড্রোন সংরক্ষণাগার।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, কিছু স্থানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে কর্মরত ইরানি সামরিক সদস্যদেরও শনাক্ত করে হত্যা করা হয়েছে।

এর আগে ইরানি সংবাদমাধ্যম জানায়, ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজদ প্রদেশে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে।

একইসঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহর প্রদেশেও একটি ‘জোরালো বিস্ফোরণ’ শোনা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে এসব হামলার বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই পাতার আরো খবর