বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ চলছে
সবুজবাংলা টিভি
প্রকাশ শনিবার, ২৮ জুন, ২০২৫

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ চলছে।

শনিবার (২৮ জুন) দুপুর ২টায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সারাদেশ থেকে আসা নেতাকর্মীরা উদ্যানে সমবেত হতে শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

মহাসমাবেশের প্রথম পর্ব সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এই পর্বে দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আসা ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।

মহাসমাবেশে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির সমর্থক, সব রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এরই মধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন।

সমাবেশ কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই পাতার আরো খবর
জনপ্রিয়
সর্বশেষ