রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

পৃথক হত্যা মামলায় মমতাজ-মুরাদসহ পাঁচজন গ্রেপ্তার
সবুজবাংলা টিভি
প্রকাশ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

জুলাই আন্দোলনের সময় পৃথক হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৩০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর মধ্যে কোতয়ালী থানা এলাকায় মো. শাওন ওরফে শাওন মুফতি হত্যা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকে গ্রেপ্তার দেখানো হয়।

অপরদিকে রাজধানীর ধানমন্ডিতে শিক্ষার্থী শামীম হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং শাহে আলম মুরাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে যাত্রাবাড়ীতে মাদরাসা শিক্ষক মঈনুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় নোয়াখালী জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন সোমবার ধার্য করেন। এদিন শুনানিকালে তাদের আদালত হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই পাতার আরো খবর