বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

এসওএফ ফান্ড থেকে বন্যা উপদ্রুত এলাকায় টেলিযোগাযোগ নেটওয়ার্ক সেবা সচলের সিদ্ধান্ত

সবুজবাংলা টিভি / ২৭ পাঠক
প্রকাশ শনিবার, ১২ জুলাই, ২০২৫

বিটিআরসির এসওএফ ফান্ড থেকে বন্যা উপদ্রুত এলাকায় টেলিযোগাযোগ নেটওয়ার্ক সেবা সচল রাখার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

শুক্রবার (১১ জুলাই) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

 

ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, বন্যা পরিস্থিতির অবনতির সাথে সাথে আমরা ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যা উপদ্রুত এলাকায় টেলিযোগাযোগ নেটওয়ার্ক সেবা সচল রাখার জন্য ডিজেল জেনারেটর মবিলাইজেশনের সিদ্ধান্ত নিয়েছি। সরকার এসওএফ ফান্ড থেকে দুর্যোগকালীন ফুয়েল খরচের একাংশ বহন করবে বলে সার্ভিস প্রভাইডারদের আশ্বাস দিয়েছে।

এসওএফ টেলিযোগাযোগ সেবা প্রদানকারীদের জমানো টাকা, মূলত সরকারের অর্থ নয়। এটা দিয়ে দুর্গত অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক সম্প্রসারণ ও সচল রাখার জন্য বরাদ্দ দেওয়া হয়।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর