বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

মুম্বাইয়ের ফ্ল্যাট বিক্রি করলেন সালমান খান

সবুজবাংলা টিভি / ১৭ পাঠক
প্রকাশ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বলিউড সুপারস্টার সালমান খান তার মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন। ফ্ল্যাটটি পশ্চিম বান্দ্রার অভিজাত এলাকায় অবস্থিত।

মোটা অঙ্কের টাকার বিনিময়ে ফ্ল্যাট বিক্রি করেছেন তিনি।

 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বান্দ্রার পালি ভিলেজে অবস্থিত সালমান খানের ফ্ল্যাটটি। ১ হাজার ৩১৮ স্কয়ার ফুটের ফ্ল্যাটটি ৫ কোটি ৩৫ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা) বিক্রি করেছেন। চলতি মাসে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয়েছে।

সালমান খান এখন বান্দ্রার বিখ্যাত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বসবাস করেন। বর্তমান বাসা থেকে তার বিক্রিত ফ্ল্যাটটির দূরত্ব ২.২ কিলোমিটার। তবে এই ফ্ল্যাট কেন বিক্রি করলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

পশ্চিম বান্দ্রা মুম্বাইয়ের সবচেয়ে অভিজাত এবং ব্যয়বহুল আবাসিক এলাকাগুলোর মধ্যে একটি। এখানে অসংখ্য বলিউড তারকা, ধনাঢ্য ব্যবসায়ী ও হাই-প্রোফাইল লোকজন বসবাস করেন। এই এলাকায় এখন বসবাস করেন শাহরুখ খান, আমির খান, জাভেদ আখতার, কৃতি শ্যানন, রণবীর কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর, সাইফ আলী খান, রেখা প্রমুখ।

সালমান খান অভিনীত সবশেষ সিনেমা ‘সিকান্দার’। এ আর মুরুগাদোস নির্মিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন রাশমিকা মান্দানা। গত ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর