শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন

পাঁচ মাস না খেলেও র‌্যাংকিংয়ের শীর্ষে অভিষেক

সবুজবাংলা টিভি / ১২ পাঠক
প্রকাশ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

টি-টোয়েন্টিতে প্রায় পাঁচ মাস ধরে না খেলেও ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন ভারতের অভিষেক শর্মা। ট্রাভিস হেডের অবনতির সুযোগে এই বাঁহাতি ব্যাটার তৃতীয় ভারতীয় হিসেবে এক নম্বরে জায়গা করে নিলেন।

 

আজ আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে অভিষেক এক ধাপ এগিয়ে ৮২৯ রেটিং পয়েন্টে শীর্ষে উঠেছেন। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না খেলার কারণে অস্ট্রেলিয়ান ওপেনার হেডের রেটিং পয়েন্ট ৩৩ কমে দাঁড়িয়েছে ৮১৪, নেমে গেছেন দ্বিতীয় স্থানে।

প্রথমবারের মতো টি-টোয়েন্টির শীর্ষে উঠলেন অভিষেক। এর আগে বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব ভারতের হয়ে এক নম্বরে ছিলেন। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে আধিপত্য বজায় রেখেছিলেন কোহলি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় হেডের কাছে শীর্ষস্থান হারান সূর্যকুমার, যিনি প্রায় দুই বছর ধরে এক নম্বরে ছিলেন।

অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরে জশ ইংলিস ভালো খেলে ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা নবম স্থানে ফিরেছেন। টিম ডেভিডও এগিয়েছেন ১২ ধাপ, এখন তিনি ১৮ নম্বরে। সিরিজে তিনটি ফিফটি করে সর্বোচ্চ ২০৫ রান নিয়ে সিরিজসেরা হওয়া ক্যামেরন গ্রিন ৬৪ ধাপ এগিয়ে ২৪তম হয়েছেন।

বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচে ৬ উইকেট নেওয়া ন্যাথান এলিস ৭ ধাপ এগিয়ে আফগানিস্তানের রশিদ খানের সঙ্গে যৌথভাবে অষ্টম স্থানে। অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই শীর্ষে ভারতের হার্দিক পান্ডিয়া।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১৫০ রানের ইনিংস খেলে শীর্ষস্থান আরও মজবুত করেছেন ইংল্যান্ডের জো রুট, তার রেটিং পয়েন্ট এখন ৯০৪। এরপরই আছেন কেন উইলিয়ামসন, হ্যারি ব্রুক ও স্টিভেন স্মিথ। ভারতের ইয়াশাসভি জয়সওয়ালের তিন ধাপ অবনমনের সুযোগে টেম্বা বাভুমা, কামিন্দু মেন্ডিস ও রিশাভ পান্ত এক ধাপ করে এগিয়েছেন।

ম্যানচেস্টার টেস্টে বেন ডাকেটের ৯৪ রানের ইনিংসে পাঁচ ধাপ অগ্রগতি হয়েছে, তিনি এখন দশম স্থানে। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেও নবম স্থানে রয়েছেন শুবমান গিল।

অলরাউন্ডারদের তালিকায় রাভিন্দ্র জাদেজা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে ২৯তম স্থানে উঠেছেন। বেন স্টোকসও এগিয়েছেন ৮ ধাপ, তার অবস্থান এখন ৩৪ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় স্টোকস তিন ধাপ এগিয়ে এখন তৃতীয় স্থানে, তার ওপরে আছেন মেহেদী হাসান মিরাজ ও শীর্ষে রয়েছেন জাদেজা।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর