ঢাকা ০৬:০৮ এএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তারুণ্যের উৎসবে অংশ নিতে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৪:৪০:৫১ এএম, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৫৮ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘তারুণ্যের উৎসব ২০২৫’ সফলভাবে উদযাপন করতে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। উৎসব উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে নির্দেশনায়।

 

রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর নভো থিয়েটার–বিজয় সরণি–তেজগাঁও এলাকায় একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় শুরু হতে যাওয়া এই কর্মসূচিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগসহ সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, ব্যাংকগুলো যেন নিজ নিজ ব্যানারসহ শোভাযাত্রায় অংশ নেয় এবং ঢাকার প্রধান কার্যালয় ও শাখাগুলোর নির্ধারিত সংখ্যক কর্মকর্তাকে অংশগ্রহণে উৎসাহিত করে।

বিভিন্ন ব্যাংকে খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবারের শোভাযাত্রায় অংশ নিতে ব্যাংকগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তারুণ্যের উৎসবে অংশ নিতে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ

প্রকাশকাল ০৪:৪০:৫১ এএম, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

‘তারুণ্যের উৎসব ২০২৫’ সফলভাবে উদযাপন করতে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। উৎসব উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে নির্দেশনায়।

 

রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর নভো থিয়েটার–বিজয় সরণি–তেজগাঁও এলাকায় একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় শুরু হতে যাওয়া এই কর্মসূচিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগসহ সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, ব্যাংকগুলো যেন নিজ নিজ ব্যানারসহ শোভাযাত্রায় অংশ নেয় এবং ঢাকার প্রধান কার্যালয় ও শাখাগুলোর নির্ধারিত সংখ্যক কর্মকর্তাকে অংশগ্রহণে উৎসাহিত করে।

বিভিন্ন ব্যাংকে খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবারের শোভাযাত্রায় অংশ নিতে ব্যাংকগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে।