শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

১০ আগস্ট থেকে বাড়ছে ভারতের ভিসা প্রক্রিয়াকরণ ফি
সবুজবাংলা টিভি
প্রকাশ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

আগামী ১০ আগস্ট থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়ছে। বর্তমান ফি ৮২৪ টাকা থেকে বেড়ে ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এক বিজ্ঞপ্তিতে  জানিয়েছে, বিগত বছরগুলোতে জোগান ও পরিচালন ব্যয়ের উল্লেখযোগ্য বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলোতে দাখিলকৃত ভিসা আবেদনপত্রের প্রক্রিয়াকরণ ফি  আগামী ১০ আগস্ট থেকে সংশোধিত হয়ে সর্বমোট দেড় হাজার বাংলাদেশি টাকা নির্ধারণ করা হয়েছে। ওই প্রক্রিয়াকরণ ফিও শুধুমাত্র ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কর্তৃক প্রদত্ত সেবা চার্জ, যা ভিসা আবেদন প্রক্রিয়া পরিচালনার জন্য প্রযোজ্য।

উল্লেখযোগ্য যে, ২০১৮ সালের পর এ প্রথম ভিসা প্রক্রিয়াকরণ ফি পুনর্বিন্যাস করা হয়েছে, যা সেবা ও পরিকাঠামোর মান বজায় রাখা ও উন্নয়ন নিশ্চিত করার জন্য অত্যাবশ্যকীয়।

এতে আরও উল্লেখ করা হয়, বর্তমান নীতিমালার আওতায়, ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে কোনো ভিসা ফি গ্রহণ করে না এবং ভারতীয় ভিসা বাংলাদেশের সব নাগরিকের জন্য আগের মতো সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

এই পাতার আরো খবর