ঢাকা ০৫:৫৪ এএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৯২ ফিলিস্তিনি

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:১৫:৫৩ এএম, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ১৬ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় রোববার অন্তত ৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৬ জন খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন।

 

আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) এক কর্মী নিহত হওয়ায় তারা মর্মাহত। পিআরসিএস বলেছে, তাদের প্রধান কার্যালয়ে ইসরায়েলি হামলার জন্য তারাই দায়ী।

এদিকে হামাস জানিয়েছে, তারা ইসরায়েলি জিম্মিদের জন্য আইসিআরসিকে খাদ্য পৌঁছে দেওয়ার অনুমতি দিতে প্রস্তুত। এর আগে হামাস কয়েকজন দুর্বলকায় জিম্মির ভিডিও প্রকাশ করে।

গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ২২ হাজারেরও বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশে বাধা দিচ্ছে।

এদিকে ফ্রান্স সরকার গাজা থেকে ফিলিস্তিনিদের উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে। এক ফিলিস্তিনি ছাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ইহুদিবিদ্বেষী ও হামাসপন্থী পোস্ট দিয়েছেন, এমন অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন অন্তত ৬০ হাজার ৮৩৯ জন। আহত হয়েছেন এক লাখ ৪৯ হাজার ৫৮৮ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৯২ ফিলিস্তিনি

প্রকাশকাল ০৩:১৫:৫৩ এএম, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় রোববার অন্তত ৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৬ জন খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন।

 

আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) এক কর্মী নিহত হওয়ায় তারা মর্মাহত। পিআরসিএস বলেছে, তাদের প্রধান কার্যালয়ে ইসরায়েলি হামলার জন্য তারাই দায়ী।

এদিকে হামাস জানিয়েছে, তারা ইসরায়েলি জিম্মিদের জন্য আইসিআরসিকে খাদ্য পৌঁছে দেওয়ার অনুমতি দিতে প্রস্তুত। এর আগে হামাস কয়েকজন দুর্বলকায় জিম্মির ভিডিও প্রকাশ করে।

গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ২২ হাজারেরও বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশে বাধা দিচ্ছে।

এদিকে ফ্রান্স সরকার গাজা থেকে ফিলিস্তিনিদের উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে। এক ফিলিস্তিনি ছাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ইহুদিবিদ্বেষী ও হামাসপন্থী পোস্ট দিয়েছেন, এমন অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন অন্তত ৬০ হাজার ৮৩৯ জন। আহত হয়েছেন এক লাখ ৪৯ হাজার ৫৮৮ জন।