বরিশালে রুপাই নামে এক লোক উনি হরিণা ফুলিয়া হযরত বায়জিদ বোস্তামী মাদ্রাসা ও এতিমখানা এবং হযরত শেখ ফরিদ (রা)জামে মসজিদ এই তিন প্রতিষ্ঠানের নামে তার ব্যাক্তি তহবিলে ১০ একর ৪৬ শতাংশ সম্পত্তি ক্রয় করে যাহার প্রায় ছয় একরের মতো ১/১ খতিয়ানে ছিল।যা তার নিজের নামে রেকড ছিল না।উক্ত জমি ১০০ শতক এর মত সঠিক ছিল না এবং ২৮০ শতক এর মত সম্পত্তি উনি নিজে বিক্রি করে নিজে টাকা নিয়ে নেয়।বাকি অংশ আমাকে অন্যত্র প্রতিষ্টান করার জন্য জমি ক্রয় এবং বিক্রয় করার রেজুলেশনের মাধ্যমে আমাকে অনুমতি এবং প্রতিষ্টান রক্ষনা বেক্ষন করার সর্বময় ক্ষমতা দেয়।আমি ঐ জমি কিছু অংশ বিক্রি করে অন্যত্র হরিনাফুলিয়া হাওলাদার বাড়ি জামে মসজিদ সংলঙ্গ উল্লেখিত প্রতিষ্টানের নামে জমি ক্রয় করি।আমি মোঃ হুমায়ন কবির সাবেক কাউন্সিলার,২৬ নং ওয়ার্ড বি সি সি।আমার নামে যে ভিবিন্ন পত্র পত্রিকায় লেখা লেখি হয়েছে তা সম্পুন্ন মিথ্যা ভিত্তিহিন বানোয়াট যার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই