বিনিয়োগকারীদের বিনিয়োগের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১২ আগস্ট) বিএসইসির ৯৬৭তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।
সংস্থাটির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ লক্ষ্যে ‘মার্জিন রুলস, ১৯৯৯’ রহিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্জিন ঋণ অর্থায়নকারী হিসেবে স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার—উভয়ের জন্যই খসড়া ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’ প্রযোজ্য হবে। বিধিমালাটি শুধুমাত্র ইক্যুইটি সিকিউরিটিতে মার্জিন অর্থায়নের জন্য প্রযোজ্য হবে। জনমত যাচাইয়ের জন্য খসড়া বিধিমালা কমিশনের ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে।
একই সভায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃক তাদের ৩৫ শতাংশ ব্লকড শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত করার অনুমোদন চেয়ে করা আবেদনটি নিম্নলিখিত কারণে নামঞ্জুর করা হয়—
১. সরকারি মালিকানাধীন কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানির শেয়ার স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তিতে নিষেধাজ্ঞা থাকা।
২. ২০ শতাংশ প্রাইভেট প্লেসমেন্ট ও ১৫ শতাংশ পাবলিক প্লেসমেন্টের মাধ্যমে অফলোড বা তালিকাভুক্তির প্রক্রিয়া ‘এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩’-এর সঙ্গে সাংঘর্ষিক হওয়া।
৩. আবেদনকারীর মূল ব্যবসা থেকে পরিচালন মুনাফা না থাকা।
৪. আবেদনের সঙ্গে ইনফরমেশন ডকুমেন্ট বা প্রসপেক্টাস সংযুক্ত না করা।
৫. পরিচালনা পর্ষদ সভা ও শেয়ারহোল্ডারদের সাধারণ সভার সিদ্ধান্তের কপি সংযুক্ত না করা।