মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার আলাস্কার আঙ্কোরেজে বৈঠকে বসবেন। এতে মূল আলোচ্য বিষয় ইউক্রেন যুদ্ধের সমাপ্তি।
এই হাই-প্রোফাইল বৈঠকের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনকে। এটি আলাস্কার সবচেয়ে জনবহুল শহরের উত্তরে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি।
হোয়াইট হাউস জানায়, দুই বিশ্বনেতার নিরাপত্তা মানদণ্ড পূরণ করে, এমন সব ব্যবস্থা এই ঘাঁটিতে রয়েছে। তাড়াহুড়ো করে আয়োজিত বৈঠকের জন্য অন্য কোনো বিকল্প ছিল না।
ট্রাম্পের উদ্যোগে এই গ্রীষ্মে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দফা আলোচনা হলেও, তাতে দুই পক্ষ এখনও শান্তির পথে কোনো অগ্রগতি করতে পারেনি।