বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন

গাজা সিটিতে হামলা তীব্র করল ইসরায়েল
সবুজবাংলা টিভি
প্রকাশ মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ইসরায়েল গাজার সবচেয়ে বড় শহর গাজা সিটি দখলের পরিকল্পনার আগেই সেখানে হামলা তীব্র করছে। সোমবার ভোর থেকে পুরো উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হাজার হাজার পরিবার গাজা সিটির জয়তুন এলাকা ত্যাগ করেছে, যেখানে কয়েক দিনের ধারাবাহিক হামলায় এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। রোববার গাজা সিটিতে আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হন।

হামাস ইসরায়েলের এই পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে এবং গাজা সিটির অধিবাসীদের জোরপূর্বক সরানোর চেষ্টা, পাশাপাশি আশ্রয় ও মানবিক সহায়তার প্রতিশ্রুতিকে খোলাখুলিভাবে প্রতারণা বলে আখ্যায়িত করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইসরায়েল গাজায় উদ্দেশ্যপ্রণোদিত দুর্ভিক্ষ অভিযান চালাচ্ছে এবং ফিলিস্তিনিদের জীবনযাপন, স্বাস্থ্য ও সামাজিক কাঠামো পদ্ধতিগতভাবে ধ্বংস করছে।

গাজায় ইসরায়েলের যুদ্ধের কারণে এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৮২৭ জন নিহত এবং এক লাখ ৫৫ হাজার ২৭৫ জন আহত হয়েছেন।

এই পাতার আরো খবর