শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

সকালে যা করলে ভুঁড়ি কমে
সবুজবাংলা টিভি
প্রকাশ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

অতিরিক্ত খাওয়া-দাওয়ার ফলে আপনি মোটা হয়ে যাচ্ছেন। এ ছাড়া আপনার পেটে জমেছে চর্বি।

আর দেহের বাড়তি মেদ কমাতে কেউ কেউ ডায়েট করেন আবার কেউ কেউ ব্যায়াম। তবে এসবে দেখা যায়, শরীরের অন্যান্য অংশের মেদ কমলেও সহজে পেটের মেদ কমে না। তাই পেটের মেদ কমাতে সকালে এই কাজগুলো করুন। চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নিই-

 

সকালে খালি পেটে পানি পান

পেটের মেদ/ভুঁড়ি কমাতে চাইলে সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে পানি পান করুন। এতে শরীর থেকে টক্সিন পদার্থগুলো বেরিয়ে যাবে। বাড়বে বিপাকহারও। এ ছাড়া খালি পেটে পানি পান করলে ক্ষুধার প্রবণতাও কমে।

ট্রান্স ফ্যাট আছে এমন খাবার এড়িয়ে চলুন

সয়াবিন তেলের মতো অসম্পৃক্ত চর্বিগুলিতে হাইড্রোজেন পাম্প করে ট্রান্স ফ্যাট তৈরি করা হয়। তাই এ ধরনের খাবারগুলো এড়িয়ে চলুন।

সকালে ব্যায়াম করুন

সকালে ব্যায়াম পেটের চর্বি কমানোর একটি কার্যকর উপায়। যেমন: দ্রুত হাঁটা, যোগব্যায়াম, দৌড়ানো ইত্যাদি। দিনের শুরুতে ব্যায়াম করলে বিপাকক্রিয়া উন্নত হয়। এ ছাড়া চর্বি অক্সিডেশনকে উন্নীত করতে সহায়তা করে। প্রতিদিন সকালে কমপক্ষে ৩০ মিনিট ব্যায়াম করার চেষ্টা করুন।

এই পাতার আরো খবর