রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন

অর্থকষ্টে ভুগেছেন অপু বিশ্বাস!
সবুজবাংলা টিভি
প্রকাশ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

বহু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন ঢালিউড কুইন’খ্যাত অপু বিশ্বাস। বর্তমানে নতুন সিনেমার খবরে খুব একটা পাওয়া যায় না এই চিত্রনায়িকাকে।

তবে ব্যস্ত আছেন বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায়। পাশাপাশি নাম লিখিয়েছেন ব্যবসায়ও।

 

সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, তিনি এখন আর্থিকভাবে সফল। তবে একটা সময় অনেক অর্থকষ্টে ভুগেছেন।

অপুর কথায়, এই ঘটনাটি ঘটেছিল যখন জয় জন্মানোর পর তাকে নিয়ে ভারত থেকে দেশে ফিরি। হাতে একেবারেই কোনো টাকা পয়সা ছিল না, ব্যাংকে তো দূরের কথা। তখন বুঝেছি, যাদের অর্থের অভাব আছে তাদের প্রতিটি দিন কীভাবে হিসেব করে চলতে হয়। আমিও সেই থেকে মিতব্যয়ী হয়েছি অনেকটা।

কীভাবে সেই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন তাও জানান এই চিত্রনায়িকা। তিনি বলেন, আপনারা দেখবেন আমি অনেক বেশি সোনার গয়না পরি। সোনার গয়না আমার খুব ভালো লাগে। তাই যখন নিয়মিত সিনেমা করতাম তখন দেশে কিংবা দেশের বাইরে যেখানেই কোন সোনার গয়না পছন্দ হয়ে যেত কিনে ফেলতাম। তখন তো কিনতাম শখ পূরণের জন্য। কিন্তু সেই গয়নাগুলোই যে আমার এমন বাজে পরিস্থিতিতে কাজে লাগবে কখনো কল্পনাও করিনি। ওই সময় আমার অনেকগুলো সোনার গয়না বিক্রি করে ভালো অংকের টাকা পাই। যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলাম। এরপর তো আবার কাজে ফিরে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি।

দুই দশকের ক্যারিয়ার অপু বিশ্বাসের। আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমাটি দিয়ে বড়পর্দায় তার যাত্রা শুরু হয়। সিনেমাটি মুক্তি পায় ২০০৫ সালে। পরের বছরে তিনি অভিনয় করেন ‘কোটি টাকার কাবিন’ সিনেমায়। এতে শাকিব খানের বিপরীতে দেখা যায় তাকে। এই সিনেমা দিয়েই শাকিবের সঙ্গে দীর্ঘ এক যুগের পথচলা শুরু হয় তাদের। তারা একসঙ্গে অভিনয় করেছেন প্রায় ৮০টি সিনেমায়।

এই পাতার আরো খবর