রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

ইসরায়েলের হামলা গাজায় ভয়াবহ প্রভাব ফেলবে, জাতিসংঘের সতর্কতা
সবুজবাংলা টিভি
প্রকাশ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

শনিবার গাজা উপত্যকায় তীব্র বোমাবর্ষণ করেছে ইসরায়েল। এদিন ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদের মধ্যে সহায়তা নিতে আসা মানুষও রয়েছেন।

ফিলিস্তিনি ভূখণ্ডের সবচেয়ে বড় এলাকা ইসরায়েলের দখলের পরিকল্পনা অনেকটা এগিয়েছে বলে জানায় ইসরায়েল। খবর আল জাজিরার।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা সতর্ক করে বলেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের অভিযানের ফলে আবারও এক মিলিয়ন মানুষ ঘর ছাড়া হতে পারে।

ইসরায়েলের গাজা যুদ্ধ চলাকালে এখন পর্যন্ত অন্তত ৬৩ হাজার ২৫ জন নিহত এবং এক লাখ ৫৯ হাজার ৪৯০ জন আহত হয়েছেন। অন্যদিকে, ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে এক হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়।

এই পাতার আরো খবর