সংসদ সদস্যদের বাড়িভাড়ার ভাতা বৃদ্ধি এবং পুলিশের গাড়িচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শুক্রবার ও শনিবার (৩০ আগস্ট) দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে।
শুক্রবার সুলাওয়েশি প্রদেশের রাজধানী মাকাসসারে সবচেয়ে ভয়াবহ সহিংসতা ঘটে। এসময় বিক্ষোভকারীরা প্রাদেশিক পার্লামেন্ট ভবনে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন পাঁচজন।
মাকাসসার সিটি কাউন্সিলের সেক্রেটারি রহমত মাপাতোবা আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপিকে জানান, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সবাই পার্লামেন্ট ভবনের ভেতরে অবস্থান করছিলেন।
সম্প্রতি সংসদ সদস্যদের বাড়িভাড়ার ভাতা মাসে ৩ হাজার মার্কিন ডলার (আড়াই লাখ টাকার বেশি) নির্ধারণ করা হয়। এই সিদ্ধান্তে সাধারণ মানুষের ক্ষোভ চরমে ওঠে। তারা ভাতা বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন শুরু করে।
এরই মধ্যে শুক্রবার পুলিশের গাড়ি চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তার মৃত্যুর প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে।
পরিস্থিতি সামাল দিতে শুক্রবার রাতে নিহত ওই যুবকের বাড়িতে যান প্রেসিডেন্ট প্রোবোও সুবিয়ান্তো। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দায়ীদের বিচারের আশ্বাস দেন।
বিক্ষোভের কারণে রাজধানী জাকার্তায় গণপরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ইতোমধ্যে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি বাসে ও টোল প্লাজায় আগুন দিয়েছে। এছাড়া দেশটির বিভিন্ন থানাসহ সরকারি ভবনেও অগ্নিসংযোগ করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রেসিডেন্ট সুবিয়ান্তো দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন। তিনি বলেন, এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আমি সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। আমার সরকারের ওপর আস্থা রাখুন। একটি পক্ষ সবসময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় সাত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।
এদিকে ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ বাগির বলেন, আমরা পুলিশ প্রধানের পদত্যাগ চাই। ওই মোটরসাইকেল আরোহীর হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার চাই। পুলিশ সাধারণ মানুষের রক্ষক না হয়ে বরং ক্ষমতাসীনদের হয়ে কাজ করছে।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, রয়টার্স