বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আজ নেপাল যাওয়ার কথা ছিল বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩৭১ এ। দুপুর ১টা ৩০ মিনিটে উড়াল দেওয়ার নির্ধারিত সময় থাকলেও বিমানের ট্যাংক ফুটো হওয়ার কারণে ফ্লাইটটি বাতিল হয়।
পরে নতুন করে সন্ধ্যা ৭টায় ফ্লাইটের সময় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, টেকনিক্যাল সমস্যার কারণেই ফ্লাইট রিশিডিউল করা হয়েছে। জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা নির্ধারিত সময়ের অনেক আগেই ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে অপেক্ষায় ছিলেন। ফ্লাইট বাতিল হওয়ায় পড়েছেন চরম ভোগান্তিতে। দীর্ঘ সময় বিমানবন্দরে বসে থাকার বাইরে তাদের কোনো উপায় ছিল না।
সবচেয়ে হতাশার বিষয় হলো, এতক্ষণ অপেক্ষায় থাকা খেলোয়াড়দের জন্য বিশেষ কোনো ব্যবস্থাও নেয়নি বিমান কর্তৃপক্ষ। এ বিষয়ে জানতে চাইলে বিমানের স্টেশন ম্যানেজার নাজমুল ইমাম বলেন, ‘টেকনিক্যাল সমস্যার কারণে ফ্লাইটের রিশিডিউল করা হয়েছে। সন্ধ্যা ৭টায় এটি ছেড়ে যাবে। খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। ’
তবে খেলোয়াড়দের বিশ্রামের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, ‘না, এরকম কোনো ব্যবস্থা নেই। ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলেছি। ’
জাতীয় দলের ম্যানেজার আমের খান গণমাধ্যমকে বলেন, ‘যেহেতু সবকিছু আগে থেকে ঠিক করা ছিল, তাই আমরা বলছি, এমনটা তো হতে পারে না। এখানে বসার জায়গা নেই, খাওয়ার ব্যবস্থা নেই। খেলোয়াড়েরা কী করবে? সবকিছু মিলিয়ে আমরা দুর্ভোগের মধ্যে পড়েছি। ’