দুবাই থেকে ভারতে স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে ১০২ কোটি টাকা জরিমানা করেছে ভারতের ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। চলমান মামলায় এই জরিমানার নির্দেশ দেওয়া হয়।
গেল মার্চে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে রান্যাকে গ্রেপ্তার করা হয়। দুবাই থেকে ফেরার পথে তার কাছ থেকে ১২ কোটি টাকার বেশি মূল্যের সোনার বার উদ্ধার করে কর্তৃপক্ষ। পরে তার বাড়িতে তল্লাশিতে চালিয়ে আরও ২ কোটি টাকার সোনার গয়না এবং ২ কোটি টাকার ওপরে নগদ অর্থ উদ্ধার করা হয়।
প্রায় দুই মাস জেলে থাকার পর মে মাসে জামিনে মুক্তি পান রান্যা রাও। তবে মামলাটি এখনও চলমান। তদন্ত ও শুনানির পর সম্প্রতি তার বিরুদ্ধে ১০২ কোটি টাকার বিশাল অঙ্কের জরিমানা ধার্য করে ডিআরআই। জরিমানা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে তাকে আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে, এমনকি বাজেয়াপ্ত হতে পারে সম্পত্তিও।
রান্যার পাশাপাশি এই পাচার চক্রে জড়িত আরও তিনজনকেও বিপুল অঙ্কের জরিমানা করা হয়েছে। তরুণ কোন্দুর রাজুকে ৬২ কোটি টাকা, সাহিল জৈন ও ভারত জৈনকে ৫৩ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাক্রমে ৬৭ দশমিক ৬ কেজি এবং ৬৩দশমিক ৬১ কেজি সোনা পাচারের অভিযোগ রয়েছে। সব মিলিয়ে চারজনের কাছ থেকে মোট ২৭০ কোটি টাকার জরিমানা আদায়ের প্রক্রিয়া শুরু করেছে ডিআরআই।
ল্লেখ্য, ২০১৪ সালে ‘মানিক্য’ সিনেমায় কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেন রান্যা রাও। পরে আরও কয়েকটি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।