শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন

প্রযুক্তির যুগেও তার কণ্ঠের আবেদন সমান জনপ্রিয়: শাকিব
সবুজবাংলা টিভি
প্রকাশ শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

বাংলা গানের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। গত পাঁচ দশকের বেশি সময় ধরে অসংখ্য আধুনিক গান, বিশেষ করে চলচ্চিত্রের গানে প্লেব্যাক করেছেন তিনি।

তার গাওয়া অসংখ্য কালজয়ী গান প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে দোলা দিয়ে যায়। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) এই কিংবদন্তি কণ্ঠশিল্পীর জন্মদিন।

 

দিনটিকে ঘিরে দেশ-বিদেশ থেকে শুভেচ্ছা জানাচ্ছেন সাবিনা ইয়াসমিনকে। দেশের শীর্ষ নায়ক শাকিব খানও সামাজিকমাধ্যমে বরেণ্য শিল্পীকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন।

শাকিব লেখেন, অদ্ভুত এক মায়া আছে তার কণ্ঠে, যা ছুঁয়ে যায় ভোরের আলোতেও, আবার রাতের নিস্তব্ধতাতেও। কখনো পুরোনো দিনের সিনেমার গানে, কখনো রেডিওর আড়ালে, কিংবা আমাদের জীবনের অনুরণনে তবু হৃদয়ে অমলিন এক নাম, সাবিনা ইয়াসমিন।

সাবিনা ইয়াসমিনের গানের সময়োপযোগিতা ব্যাখ্যা করে শাকিব খান লেখেন, প্রজন্ম বদলেছে। সময় বদলেছে। প্রযুক্তি এনেছে নতুন যুগ। কিন্তু তার কণ্ঠের আবেদন আজও সমান জনপ্রিয়, সমান প্রাসঙ্গিক। ৫০ বছর আগের গাওয়া গানও আজ শোনার সময় মন ছুঁয়ে যায়, হৃদয় শীতল হয়ে ওঠে।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাকিব খান লেখেন, গানের এই কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ম্যাডামের জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সুস্থ থাকুন, দীর্ঘায়ু হোন- এই প্রার্থনাই করি।

এই পাতার আরো খবর