শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৪৪ জন নিহত
সবুজবাংলা টিভি
প্রকাশ শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৪৪ জনের প্রাণ গেছে। এর মধ্যে গাজা সিটির ঘনবসতিপূর্ণ একটি এলাকায় হামলায় অন্তত সাত শিশু নিহত হয়েছে।

আল জাজিরার সাংবাদিক জানান, রাজধানী দখলের জন্য অভিযান এখন শহরের কেন্দ্রে পৌঁছেছে।

ইসরায়েলি সেনারা দাবি করেছে, তারা এখন গাজা শহরের ৪০ শতাংশ নিয়ন্ত্রণ করছে। ইসরায়েলিব বাহিনী আবাসিক এলাকা ও বাস্তুচ্যুত শিবিরে হামলা বাড়াচ্ছে।

জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এই পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে বর্ণনা করেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইয়েলের হামলায় অন্তত ৬৪ হাজার ২৩১ জন নিহত হয়েছেন। এক লাখ ৬১ হাজার ৫৮৩ জন আহত হয়েছেন।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের অন্তত ৩০ শতাংশ শিশু।

এই পাতার আরো খবর