বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

এনসিপি থেকে পদত্যাগ করলেন সাবেক দুই সেনা কর্মকর্তা
সবুজবাংলা টিভি
প্রকাশ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক দুই সেনা কর্মকর্তা।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন তারা।

 

পদত্যাগ করা নেতারা হলেন, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) মো. সালাউদ্দিন।

পদত্যাগের কারণ জানিয়ে আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী ও সাবেক সেনাসদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন, যা  নিয়ে একাধিকবার দলের সিনিয়র নেতাদের জানালেও কোনো সুরাহা মেলেনি। ’

তিনি আরও বলেন, ‘আমরা দেশের জন্য নতুন পরিসরে কাজ করার প্রত্যাশায় এনসিপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু গণতান্ত্রিক চর্চার অভাব ও ভিন্নমতের প্রতি অসম্মান আমাদের হতাশ করেছে। ’

‘সশস্ত্র বাহিনীর সদস্যদের অসম্মানজনক মন্তব্য সহ্য করা আর সম্ভব নয়। তাই আজ থেকে আমাদের এনসিপির সঙ্গে কোনো সম্পৃক্ততা না রাখার সিদ্ধান্ত নিয়েছি। ’

আবদুল্লাহ আল মাহমুদ বলেন, জাতীয় নির্বাচনে আমি এনসিপির ব্যানারে অংশ নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানাব। ’

এই পাতার আরো খবর