ঢাকা ০৮:৪২ এএম, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৬:৫২:৪৯ এএম, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৩ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (৭ অক্টোবর)। ২০১৯ সালের এইদিন মধ্যরাত থেকে নির্যাতন করে তাকে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।

 

 

তিনি বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের ছাত্র ছিলেন। হত্যার আগে ৫ অক্টোবর ভারতের সঙ্গে কিছু ‘অন্যায্য চুক্তির’ বিষয়ে ফেসবুকে পোস্ট করেন। পোস্টের জের ধরেই তাকে জেরা করা হয় এবং নৃশংসভাবে মারধর করা হয়।

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীকে অন্তর্বর্তী সরকার জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এর আগে আবরারকে মরণোত্তর দেশের সর্বোচ্চ বেসামরিক পদক ‘স্বাধীনতা’ পুরস্কারে ভূষিত করেছে সরকার।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনভর নানা আয়োজনে আবরার ফাহাদকে স্মরণের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

আবরারকে স্মরণ করে আগামীকাল সকাল বিকেল ৩টায় রাজধানীর পলাশী মোড়ে ‘আগ্রাসনবিরোধী আটস্তম্ভ’ উদ্বোধন করবে আবরার ফাহাদ স্মৃতি সংসদ। এতে আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ উপস্থিত থাকবেন। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও স্তম্ভ নির্মাণের উদ্যোক্তাদের একজন অনুষ্ঠানে উপস্থিত হবেন।

এছাড়া বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব; স্মরণে আবরার ফাহাদ শীর্ষক সেমিনার ও চিত্র প্রদর্শনী আয়েজিত হবে। এতে আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ উদ্বোধক হিসেবে থাকবেন।

অনুষ্ঠানে সাংবাদিক ড. মাহমুদুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, মানারাত ইউনিভার্সিটির উপাচার্য ড. মোহাম্মদ আব্দুর রব, আখতার হোসেনসহ একাধিক অতিথি উপস্থিত থাকবেন।

আবরার ফাহাদের স্মরণে দুপুর আড়াইটায় ‘মতপ্রকাশ থেকে মৃত্যু: শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে ছাত্রদল। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এদিকে একইদিন বিকেল ৪টায় ‘শহীদ আবরার ফাহাদের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় আগ্রাসনবিরোধী দিবস উপলক্ষে মুক্তির মোনাজাত’ আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ। প্ল্যাটফর্মটির মুখপাত্র শরীফ ওসমান হাদি এটি পরিচালনা করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশকাল ০৬:৫২:৪৯ এএম, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (৭ অক্টোবর)। ২০১৯ সালের এইদিন মধ্যরাত থেকে নির্যাতন করে তাকে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।

 

 

তিনি বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের ছাত্র ছিলেন। হত্যার আগে ৫ অক্টোবর ভারতের সঙ্গে কিছু ‘অন্যায্য চুক্তির’ বিষয়ে ফেসবুকে পোস্ট করেন। পোস্টের জের ধরেই তাকে জেরা করা হয় এবং নৃশংসভাবে মারধর করা হয়।

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীকে অন্তর্বর্তী সরকার জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এর আগে আবরারকে মরণোত্তর দেশের সর্বোচ্চ বেসামরিক পদক ‘স্বাধীনতা’ পুরস্কারে ভূষিত করেছে সরকার।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনভর নানা আয়োজনে আবরার ফাহাদকে স্মরণের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

আবরারকে স্মরণ করে আগামীকাল সকাল বিকেল ৩টায় রাজধানীর পলাশী মোড়ে ‘আগ্রাসনবিরোধী আটস্তম্ভ’ উদ্বোধন করবে আবরার ফাহাদ স্মৃতি সংসদ। এতে আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ উপস্থিত থাকবেন। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও স্তম্ভ নির্মাণের উদ্যোক্তাদের একজন অনুষ্ঠানে উপস্থিত হবেন।

এছাড়া বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব; স্মরণে আবরার ফাহাদ শীর্ষক সেমিনার ও চিত্র প্রদর্শনী আয়েজিত হবে। এতে আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ উদ্বোধক হিসেবে থাকবেন।

অনুষ্ঠানে সাংবাদিক ড. মাহমুদুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, মানারাত ইউনিভার্সিটির উপাচার্য ড. মোহাম্মদ আব্দুর রব, আখতার হোসেনসহ একাধিক অতিথি উপস্থিত থাকবেন।

আবরার ফাহাদের স্মরণে দুপুর আড়াইটায় ‘মতপ্রকাশ থেকে মৃত্যু: শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে ছাত্রদল। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এদিকে একইদিন বিকেল ৪টায় ‘শহীদ আবরার ফাহাদের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় আগ্রাসনবিরোধী দিবস উপলক্ষে মুক্তির মোনাজাত’ আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ। প্ল্যাটফর্মটির মুখপাত্র শরীফ ওসমান হাদি এটি পরিচালনা করবেন।