ঢাকা ০৮:৪২ এএম, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় সাতজনের কারাদণ্ড

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৬:৫০:০৩ এএম, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৪ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর লালবাগে রাস্তা দখল করে দোকান বসানোয় এবং মিটফোর্ড হাসপাতালে চুরির পৃথক দুই ঘটনায় সাতজনকে কারাদণ্ড দিয়েছেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

সোমবার (৬ অক্টোবর) সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রাজধানীর লালবাগ এলাকায় রাস্তার ওপর সবজি, মাছ, মুরগি ইত্যাদির দোকান বসিয়ে দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে ছয়জনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৯২ ধারায় পাঁচ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

লালবাগ থানার বরাত দিয়ে তিনি বলেন, আসামিরা ৮-১০ বছর ধরে লালবাগ এলাকার বিভিন্ন স্থানে রাস্তা দখল করে দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন। পুলিশের বারবার নির্দেশনা ও জরিমানা সত্ত্বেও তারা অবৈধভাবে পুনরায় ফিরে এসে দোকান বসানো অব্যাহত রাখেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে লালবাগ থানা পুলিশ গত ০৫ অক্টোবর রাতে তাদের গ্রেপ্তার করে।

পরে সোমবার (০৬ অক্টোবর) লালবাগ বিভাগের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আরিফুর রহমান আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে পাঁচ দিনের সশ্রম কারাদণ্ড দেন।

অন্যদিকে, একই আদালতে কোতোয়ালি থানা পুলিশের দায়ের করা পৃথক মামলায় মিটফোর্ড হাসপাতালে এক নারী রোগীর ব্যাগ থেকে চার হাজার ৫০০ টাকা চুরির অভিযোগে এক নারীকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল আনুমানিক ১১টায় মিটফোর্ড হাসপাতালে চুরির এ ঘটনাটি ঘটে। কোতোয়ালি থানা পুলিশ তাৎক্ষণিকভাবে আসামিকে গ্রেপ্তার করে লালবাগে সংক্ষিপ্ত বিচার আদালতে উপস্থাপন করলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ সাজা দেন।

ডিসি তালেবুর রহমান আরও জানান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জনসাধারণের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় সাতজনের কারাদণ্ড

প্রকাশকাল ০৬:৫০:০৩ এএম, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

রাজধানীর লালবাগে রাস্তা দখল করে দোকান বসানোয় এবং মিটফোর্ড হাসপাতালে চুরির পৃথক দুই ঘটনায় সাতজনকে কারাদণ্ড দিয়েছেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

সোমবার (৬ অক্টোবর) সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রাজধানীর লালবাগ এলাকায় রাস্তার ওপর সবজি, মাছ, মুরগি ইত্যাদির দোকান বসিয়ে দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে ছয়জনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৯২ ধারায় পাঁচ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

লালবাগ থানার বরাত দিয়ে তিনি বলেন, আসামিরা ৮-১০ বছর ধরে লালবাগ এলাকার বিভিন্ন স্থানে রাস্তা দখল করে দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন। পুলিশের বারবার নির্দেশনা ও জরিমানা সত্ত্বেও তারা অবৈধভাবে পুনরায় ফিরে এসে দোকান বসানো অব্যাহত রাখেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে লালবাগ থানা পুলিশ গত ০৫ অক্টোবর রাতে তাদের গ্রেপ্তার করে।

পরে সোমবার (০৬ অক্টোবর) লালবাগ বিভাগের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আরিফুর রহমান আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে পাঁচ দিনের সশ্রম কারাদণ্ড দেন।

অন্যদিকে, একই আদালতে কোতোয়ালি থানা পুলিশের দায়ের করা পৃথক মামলায় মিটফোর্ড হাসপাতালে এক নারী রোগীর ব্যাগ থেকে চার হাজার ৫০০ টাকা চুরির অভিযোগে এক নারীকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল আনুমানিক ১১টায় মিটফোর্ড হাসপাতালে চুরির এ ঘটনাটি ঘটে। কোতোয়ালি থানা পুলিশ তাৎক্ষণিকভাবে আসামিকে গ্রেপ্তার করে লালবাগে সংক্ষিপ্ত বিচার আদালতে উপস্থাপন করলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ সাজা দেন।

ডিসি তালেবুর রহমান আরও জানান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জনসাধারণের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।