ঢাকা ০৪:৩৯ এএম, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে: বকুল

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৬:২২:৪৮ এএম, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৫ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শুধু নির্বাচনের প্রস্তুতি নিলেই হবে না, নির্বাচনের পর জনগণের সমস্যা সমাধানে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা খালিশপুর থানাধীন ৯নং ওয়ার্ডে গোয়ালখালী ইউনিট ও নেছারিয়া মাদ্রাসা ইউনিটসহ চারটি ইউনিটের নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল

সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন এবং খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, খালিশপুর মহিলা দলের আহ্বায়ক শাহানাজ সরোয়ারসহ ৯ নং ওয়ার্ডের মহিলা দলের আহ্বায়ক সদস্য সচিব উপস্থিত ছিলেন।

রকিবুল ইসলাম বকুল বলেন, খালিশপুরের অর্থনৈতিক ভরকেন্দ্র ছিল মিল-কারখানা। কিন্তু বর্তমান সরকার সেগুলো একে একে বন্ধ করে দিয়েছে। কর্মসংস্থানের অভাবে হাজারো পরিবার দুঃসহ জীবন যাপন করছে। কেউ রিকশা চালাচ্ছে, কেউ ছোট দোকান খুলেছে-তাও লোকসানের মুখে। তিনি আরও বলেন, চাকরি হারানো তরুণেরা হতাশ হয়ে পড়ছে। এই হতাশাকে পুঁজি করে মাদক ব্যবসায়ীরা তাদের জালে টেনে নিচ্ছে। যে পরিবারে একজন মাদকাসক্ত আছে, কেবল তারাই বোঝে এর যন্ত্রণা কতটা ভয়াবহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে: বকুল

প্রকাশকাল ০৬:২২:৪৮ এএম, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
শুধু নির্বাচনের প্রস্তুতি নিলেই হবে না, নির্বাচনের পর জনগণের সমস্যা সমাধানে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা খালিশপুর থানাধীন ৯নং ওয়ার্ডে গোয়ালখালী ইউনিট ও নেছারিয়া মাদ্রাসা ইউনিটসহ চারটি ইউনিটের নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল

সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন এবং খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, খালিশপুর মহিলা দলের আহ্বায়ক শাহানাজ সরোয়ারসহ ৯ নং ওয়ার্ডের মহিলা দলের আহ্বায়ক সদস্য সচিব উপস্থিত ছিলেন।

রকিবুল ইসলাম বকুল বলেন, খালিশপুরের অর্থনৈতিক ভরকেন্দ্র ছিল মিল-কারখানা। কিন্তু বর্তমান সরকার সেগুলো একে একে বন্ধ করে দিয়েছে। কর্মসংস্থানের অভাবে হাজারো পরিবার দুঃসহ জীবন যাপন করছে। কেউ রিকশা চালাচ্ছে, কেউ ছোট দোকান খুলেছে-তাও লোকসানের মুখে। তিনি আরও বলেন, চাকরি হারানো তরুণেরা হতাশ হয়ে পড়ছে। এই হতাশাকে পুঁজি করে মাদক ব্যবসায়ীরা তাদের জালে টেনে নিচ্ছে। যে পরিবারে একজন মাদকাসক্ত আছে, কেবল তারাই বোঝে এর যন্ত্রণা কতটা ভয়াবহ।