ঢাকা ১০:১৮ পিএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জার্মানিতে ‘ইয়োশুয়া’ ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৪:৫২:৩৭ এএম, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৪ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ইউরোপের পশ্চিমাঞ্চলীয় দেশ জার্মানিতে ভয়াবহ আঘাত হেনেছে শক্তিশালী ঝড় ‘ইয়োশুয়া’। শুক্রবার (২৪ অক্টোবর) রাত পর্যন্ত প্রবল দমকা হাওয়া ও ভারি বৃষ্টিতে পুরো দেশজুড়ে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না, রাস্তাঘাটও প্রায় ফাঁকা।

দেশটির আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন জার্মানজুড়েই এমন অস্থির আবহাওয়া বিরাজ করবে। উত্তর সাগর উপকূলে বইবে ঝড়ো হাওয়া, আর পশ্চিম, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণাঞ্চলে হতে পারে ভারি বৃষ্টি। কেবল পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে কিছুটা রোদ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উত্তর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চল পর্যন্ত বহু এলাকায় ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। গাছ উপড়ে পড়ায় সড়ক ও রেল চলাচলেও দেখা দিয়েছে ব্যাঘাত। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

জার্মান আবহাওয়া অধিদপ্তর (ডিডব্লিউডি) জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই উত্তর সাগর উপকূলে প্রবল ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছিল। উইলহেমসহাভেনে সাগরের পানি উপচে পড়ে সৈকত ও পার্কিং এলাকা প্লাবিত হয়েছে। সেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে ভেবে ‘আয়িদা’ নামের একটি ক্রুজ জাহাজ নির্ধারিত সময়ের এক দিন আগেই হামবুর্গ বন্দরে ফিরে আসে।

বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় বাংলাদেশি সূত্রে জানা গেছে, দেশের পশ্চিমাঞ্চল ও রুহর এলাকার দক্ষিণে বৃহস্পতিবার রাতেই ঝড়টির তাণ্ডব সবচেয়ে তীব্র হয়। সারল্যান্ড শহরে একটি স্থানীয় ট্রেনের সামনে বিশাল গাছ উপড়ে পড়ে। ট্রেনটিতে থাকা ১১ জন যাত্রী অক্ষত থাকলেও রেল চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল।

এছাড়া কার্লসরুহ ও স্টুটগার্ট শহরের মধ্যেও একই ধরনের ঘটনা ঘটেছে। এসব পরিস্থিতিতে যাত্রীদের ভ্রমণের আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জার্মান রেল কর্তৃপক্ষ। অন্যদিকে ডুসেলডর্ফে প্রায় ৫০ মিটার উঁচু একটি গাছ উপড়ে পড়ে নয়টি গাড়ির ওপর। এতে গাড়িগুলোর ব্যাপক ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আবহাওয়া দপ্তর বলছে, ঝড় ‘ইয়োশুয়া’র প্রভাব আগামী সপ্তাহের শুরুর দিক পর্যন্ত থাকতে পারে, তাই নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জার্মানিতে ‘ইয়োশুয়া’ ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন

প্রকাশকাল ০৪:৫২:৩৭ এএম, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
ইউরোপের পশ্চিমাঞ্চলীয় দেশ জার্মানিতে ভয়াবহ আঘাত হেনেছে শক্তিশালী ঝড় ‘ইয়োশুয়া’। শুক্রবার (২৪ অক্টোবর) রাত পর্যন্ত প্রবল দমকা হাওয়া ও ভারি বৃষ্টিতে পুরো দেশজুড়ে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না, রাস্তাঘাটও প্রায় ফাঁকা।

দেশটির আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন জার্মানজুড়েই এমন অস্থির আবহাওয়া বিরাজ করবে। উত্তর সাগর উপকূলে বইবে ঝড়ো হাওয়া, আর পশ্চিম, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণাঞ্চলে হতে পারে ভারি বৃষ্টি। কেবল পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে কিছুটা রোদ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উত্তর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চল পর্যন্ত বহু এলাকায় ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। গাছ উপড়ে পড়ায় সড়ক ও রেল চলাচলেও দেখা দিয়েছে ব্যাঘাত। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

জার্মান আবহাওয়া অধিদপ্তর (ডিডব্লিউডি) জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই উত্তর সাগর উপকূলে প্রবল ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছিল। উইলহেমসহাভেনে সাগরের পানি উপচে পড়ে সৈকত ও পার্কিং এলাকা প্লাবিত হয়েছে। সেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে ভেবে ‘আয়িদা’ নামের একটি ক্রুজ জাহাজ নির্ধারিত সময়ের এক দিন আগেই হামবুর্গ বন্দরে ফিরে আসে।

বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় বাংলাদেশি সূত্রে জানা গেছে, দেশের পশ্চিমাঞ্চল ও রুহর এলাকার দক্ষিণে বৃহস্পতিবার রাতেই ঝড়টির তাণ্ডব সবচেয়ে তীব্র হয়। সারল্যান্ড শহরে একটি স্থানীয় ট্রেনের সামনে বিশাল গাছ উপড়ে পড়ে। ট্রেনটিতে থাকা ১১ জন যাত্রী অক্ষত থাকলেও রেল চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল।

এছাড়া কার্লসরুহ ও স্টুটগার্ট শহরের মধ্যেও একই ধরনের ঘটনা ঘটেছে। এসব পরিস্থিতিতে যাত্রীদের ভ্রমণের আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জার্মান রেল কর্তৃপক্ষ। অন্যদিকে ডুসেলডর্ফে প্রায় ৫০ মিটার উঁচু একটি গাছ উপড়ে পড়ে নয়টি গাড়ির ওপর। এতে গাড়িগুলোর ব্যাপক ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আবহাওয়া দপ্তর বলছে, ঝড় ‘ইয়োশুয়া’র প্রভাব আগামী সপ্তাহের শুরুর দিক পর্যন্ত থাকতে পারে, তাই নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।