‘কিং’ সিনেমার শুটিং শুরু হওয়ার পর থেকেই শাহরুখের ভক্তরা উন্মুখ হয়ে রয়েছে বিভিন্ন তথ্য, মুক্তির দিনক্ষণ এবং সিনেমা সংক্রান্ত নানা তথ্য জানার জন্য। এরইমধ্যে মুম্বাইয়ের শুটিং ফ্লোর থেকে ফাঁস হয় শাহরুখের একটি লুক। নতুন হেয়ারস্টাইলে দেখা গিয়েছিল সেখানে শাহরুখকে।
তরবারি হাতে শাহরুখ, সেট থেকে ফাঁস ‘কিং’ সিনেমার দৃশ্য!
- প্রকাশকাল ০৫:৩৫:২৫ এএম, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ২ পাঠক
মঙ্গলবার হঠাৎই ভাইরাল হওয়া একটি ভিডিওর অংশে দেখা যায় অস্পষ্ট একটি ছবি। স্যুট পরে, তরবারি হাতে এক ব্যক্তিকে দেখা যায় প্রতিপক্ষকে প্রতিহত করতে উদ্যত সে। আর এই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হওয়ার পর থেকেই সবাই একবাক্যে বলছেন এই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি শাহরুখ ছাড়া আর কেউ নন এবং এটি তার আগামী সিনেমার ‘কিং’র অ্যাকশন সিকোয়েন্সের অংশ।
এই ভিডিও দেখে যেমন অনেকেরই উন্মাদনার যেমন তেমনই এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন এই ভিডিও কি এআই দ্বারা নির্মিত? যদিও এই নিয়ে মুখ খোলেনি সিনেমার টিমের কেউ। বলে রাখা ভালো এখনও সিনেমার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনওরকম পোস্টার বা প্রচার ঝলক সামনে আনা হয়নি।
অন্যদিকে শাহরুখের ‘জাওয়ান’ ও ‘পাঠান’ বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল। তবে তারপর দু’বছর আর পর্দায় নতুন সিনেমা নিয়ে আসেননি বলিউডের বাদশ। তাই তার নতুন সিনেমা পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন দর্শক।














