মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

আবারও টেস্ট দলের নেতৃত্বে শান্ত
সবুজবাংলা টিভি
প্রকাশ রবিবার, ২ নভেম্বর, ২০২৫
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে আবারও দায়িত্ব পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ২০২৭ সাল পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন তিনি। বিসিবির এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের পর হঠাৎ করেই টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন শান্ত। এরপর থেকে বাংলাদেশ আর কোনো টেস্ট না খেলায় নতুন অধিনায়ক নিয়োগের বিষয়টি অনিশ্চিত ছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও লাল বলের নেতৃত্বে ফিরছেন শান্ত।

বোর্ড সূত্র জানায়, প্রথমে দায়িত্ব নিতে অনাগ্রহী ছিলেন শান্ত। তবে বোর্ডের এক সাবেক ক্রিকেটার ও বর্তমান পরিচালক কয়েক দফা আলোচনা করে শেষ পর্যন্ত তাকে রাজি করাতে সক্ষম হন। এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগও তাকে ফেরানোর চেষ্টা করেছিল, যদিও তখন ব্যর্থ হয়। এবার নতুন পরিচালকের উদ্যোগে সেই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।

এর আগে টেস্ট দলের নেতৃত্বের দৌড়ে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের নামও আলোচনায় ছিল। তবে স্থির মেজাজ, নেতৃত্বগুণ ও টেস্ট ক্রিকেটে শান্তর মনোযোগী মনোভাব বিবেচনায় আবারও তার দিকেই আস্থা রাখছে বোর্ড।

তবে শান্তকে কত দিনের জন্য দায়িত্ব দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বোর্ডের পরিকল্পনা, এবার তাকে দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসেবে স্থিতিশীল নেতৃত্বের সুযোগ দেওয়া।

এই পাতার আরো খবর