শনিবার (০১ নভেম্বর) সন্ধ্যায় ‘সিলেট আন্দোলন’ এর ব্যানারে হযরত শাহজালাল দরগাহ গেট থেকে বিক্ষোভ ও মশাল মিছিল বের করে নগরের চৌহাট্টা পয়েন্টে সংলগ্ন শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে সিলেটে মশাল মিছিল
- প্রকাশকাল ০৩:৪৫:৫০ এএম, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ২ পাঠক
রোববার সকাল ১১টা থেকে কোর্ট পয়েন্ট থেকে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি ঘোষণা দিয়ে সিলেটের সর্বস্তরের জনসাধারণকে ওই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
আরিফুল হক জানান, সিলেটের উন্নয়ন বৈষম্য ও সরকারি প্রকল্পে অবহেলার প্রতিবাদেই এই অরাজনৈতিক আন্দোলন গড়ে তোলা হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, উন্নয়নের ক্ষেত্রে সিলেট সবসময় বঞ্চিত। গত ১২ অক্টোবর কোর্ট পয়েন্টের সমাবেশ থেকে ১৫ দিনের আল্টিমেটাম দেওয়া হলেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সে কারণেই এবার গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, স্থানীয় সরকার সচিব নতুন করে প্রকল্পের ডিপিপি তৈরির নির্দেশ দিয়েছেন, তা হতাশাজনক। তাতে সিলেটের কোনো উন্নয়ন বরাদ্দ নেই। বাদাঘাটে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজেও কোনো অগ্রগতি নেই। এভাবে চলতে থাকলে রমজান মাসে সিলেটে পানির সংকট দেখা দিতে পারে। উন্নয়ন বৈষম্যের অবসান না হওয়া পর্যন্ত ‘সিলেট আন্দোলন’- এর কর্মসূচি অব্যাহত থাকবে, বলেও হুঁশিয়ারি দেন তিনি।













