কিন্তু গতিশীল যুগে নির্দিষ্ট সময়ান্তরে ঘর গোছানো সবার দ্বারা সম্ভব হয় না। কারও ক্ষেত্রে অগোছালো ঘরের কারণ যদি সময়াভাব হয়, কারও আবার আলস্যই নেপথ্য কারণ। দিনের শেষে বা একটি ছুটির দিনে ঘর গোছাতে মন চায় না।
কিন্তু গতিশীল যুগে নির্দিষ্ট সময়ান্তরে ঘর গোছানো সবার দ্বারা সম্ভব হয় না। কারও ক্ষেত্রে অগোছালো ঘরের কারণ যদি সময়াভাব হয়, কারও আবার আলস্যই নেপথ্য কারণ। দিনের শেষে বা একটি ছুটির দিনে ঘর গোছাতে মন চায় না।
অন্দরসজ্জা শিল্পীদের কথায়, আধুনিক অন্দরসজ্জায় একাধিক জিনিস দিয়ে ঘর সাজানোর দরকার হয় না। বরং যেখানে, যেটুকু দরকার— সেটাই খুব ভেবেচিন্তে কিনতে হয়। মুখের আদলে তৈরি টেবিল ল্যাম্প, কাঠের কারুকাজহীন অথচ আধুনিক নকশার চেয়ারও ঘরের সৌন্দর্য ধরে রাখার জন্য যথেষ্ট হতে পারে। জিনিস যত কম হবে, ঘর তত অপরিচ্ছন্ন হওয়ার সম্ভবনা কমবে।
ঘরের আসবাবের মধ্যে যেন সামঞ্জস্য বজায় থাকে। চেয়ারও হতে শিল্পবস্তু। শৌখিন কাঠের কারুকাজ নয়, বরং আরামদায়ক সোফা, ব্যবহারে সুবিধাজনক ওয়ার্ড্রোবই আধুনিক অন্দরসজ্জার অঙ্গ। যে জিনিসগুলি বেছে নেওয়া হবে, তা যেন পরস্পরের সঙ্গে মানানসই হয়।
বাইরে বসার জায়গা, কিন্তু ভিতরে জিনিস রাখার এমন আসবাব এখনকার দিনে জনপ্রিয়। খাটের পাশে রাখা দেরাজ যেমন ঘরের সৌন্দর্য বাড়িয়ে দিতে পারে, তেমনই প্রয়োজনের জিনিস তার ভিতরে ভরে দেওয়া যায়। ফলে ঘর অপরিচ্ছন্ন দেখায় কম।