সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

শাহরুখের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে যা বললেন মমতা
সবুজবাংলা টিভি
প্রকাশ সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
রাখি উৎসবে রাখি পরিয়ে দিয়েছিলেন। অন্তর থেকে ‘ভাই’ মানেন শাহরুখ খানকে। সেই ‘রাখি ভাই’ পা রাখলেন ৬০ বছরে। শুভেচ্ছাবার্তায় তার আরও উন্নতি কামনা করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডলে শাহরুখের উদ্দেশে মমতা লেখেন, আমার ভাই শাহরুখ খানের জন্মদিন। ভারতীয় সিনেমা তোমার অবদানে আরও সমৃদ্ধ হোক। তোমার চলার পথ আরও বিস্তৃত হোক।

মমতার এমন আশীর্বাদ সমাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই অভিনেতার অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন মন্তব্যের ঘরে।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির মালিক শাহরুখ খান। ২০১৯-এর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা। এরপর থেকেই কলকাতা ও মমতার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে কিং খানের।

কিছু দিন আগে ‘কিং’ সিনেমার শুটিং করতে গিয়ে পেশিতে আঘাত পেয়েছিলেন শাহরুখ। সেই সময়েও সমাজিকমাধ্যমে ‘ভাই’য়ের শারীরিক পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেইসঙ্গে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছিলেন।

এই পাতার আরো খবর