নারী ক্রিকেটে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, সিরিজ চলাকালে নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ৫০ ডলার থেকে বাড়িয়ে ৭৫ ডলার করা হয়েছে। একই সঙ্গে ট্যুর ফি ২৫ ডলার থেকে দ্বিগুণ করে ৫০ ডলার করা হয়েছে।
						নারী ক্রিকেটে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, সিরিজ চলাকালে নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ৫০ ডলার থেকে বাড়িয়ে ৭৫ ডলার করা হয়েছে। একই সঙ্গে ট্যুর ফি ২৫ ডলার থেকে দ্বিগুণ করে ৫০ ডলার করা হয়েছে।
বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে আছেন মোট ১৫ জন নারী ক্রিকেটার।
‘বি’ শ্রেণিতে চুক্তিবদ্ধ আছেন ৬ জন খেলোয়াড়। তাদের বেতন ১ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৩৫ হাজার টাকা।
‘ডি’ শ্রেণির ৫ ক্রিকেটারের বেতন ৬০ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ৮০ হাজার টাকা।