ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর জেলার ছয়টি সংসদীয় আসনের পাঁচটিতে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। এরমধ্যে একমাত্র চমক জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তিনি যশোর-৬ (কেশবপুর) আসন থেকে ধানের শীষে মনোনয়ন লাভ করেছেন।
যশোর-৩ (সদর উপজেলা) আসনে দলীয় মনোনয়নের জন্য দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে কোনো প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হয়নি। তিনি ছিলেন দলের এই আসনের একক দাবিদার। ঘোষিত তালিকায় অনুমিতভাবেই যশোর-৩ আসনে ধানের শীষ উঠেছে অমিতের হাতে।