ঢাকা ০৮:০৩ পিএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অস্কার মনোনীত অভিনেত্রী ডায়ান ল্যাড মারা গেছেন

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৫:১৪:৪৮ এএম, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ১ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
হলিউডের অভিনেত্রী ডায়ান ল্যাড মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৮৯ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর।

দ্য হলিউড রিপোর্টারকে অভিনেত্রীর মেয়ে অস্কার বিজয়ী তারকা লরা ডার্ন বলেন, আমার অসাধারণ একজন নায়ক ছিলেন আমার মা। তিনি সোমবার সকালে ক্যালিফোর্নিয়ার ওজাইতে নিজ বাড়িতে মারা গেছেন। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মেয়ে, মা, দাদি, অভিনেত্রী, শিল্পী এবং সহানুভূতিশীল আত্মা। তাকে পেয়ে আমরা ধন্য হয়েছি।

তিনি আরও বলেন, অভিনেত্রী ডায়ান ল্যাড ছিলেন একজন নিরহংকারী সুন্দরী ব্যক্তি। তিনি পুরো ক্যারিয়ারজুড়ে শক্তি, দুর্বলতা, উদ্ভটতা ও মনোমুগ্ধকর বিষয়গুলো তুলে ধরেছেন।

১৯৬০ সালে মার্কিন অভিনেতা ব্রুস ডার্নের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডায়ান। এ সংসারে জন্ম নেয় লরা ডার্ন। যদিও ডায়ানের প্রথম সংসার ভেঙে যায়।

১৯৩৫ সালের ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন ডায়ান। মঞ্চ ও টিভি নাটক দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন এই অভিনেত্রী। ল্যাড মার্টিন স্করসেজি নির্মিত ‘অ্যালিস ডাজনট লাইভ হিয়ার এনিমোর’ সিনেমা ১৯৭৪ সালে মুক্তি পায়। এ সিনেমায় অভিনয় করে খ্যাতি কুড়ান তিনি। কেবল তাই নয় সিনেমাটির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার মনোনয়ন লাভ করেন ডায়ান।

পরবর্তীতে ‘চায়নাটাউন’, ‘প্রাইমারি কালার্স’, ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’, ‘র‍্যাম্বলিং রোজ’-সহ অসংখ্য উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেন ডায়ান। ডেভিড লিঞ্চ নির্মিত ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ সিনেমা ১৯৯০ সালে মুক্তি পায়। এতে খলনায়িকা চরিত্রে অভিনয় করেন ডায়ান। ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ ও ‘র‍্যাম্বলিং রোজ’ সিনেমার জন্য আরো দুইবার অস্কার মনোনয়ন পান এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অস্কার মনোনীত অভিনেত্রী ডায়ান ল্যাড মারা গেছেন

প্রকাশকাল ০৫:১৪:৪৮ এএম, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
হলিউডের অভিনেত্রী ডায়ান ল্যাড মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৮৯ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর।

দ্য হলিউড রিপোর্টারকে অভিনেত্রীর মেয়ে অস্কার বিজয়ী তারকা লরা ডার্ন বলেন, আমার অসাধারণ একজন নায়ক ছিলেন আমার মা। তিনি সোমবার সকালে ক্যালিফোর্নিয়ার ওজাইতে নিজ বাড়িতে মারা গেছেন। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মেয়ে, মা, দাদি, অভিনেত্রী, শিল্পী এবং সহানুভূতিশীল আত্মা। তাকে পেয়ে আমরা ধন্য হয়েছি।

তিনি আরও বলেন, অভিনেত্রী ডায়ান ল্যাড ছিলেন একজন নিরহংকারী সুন্দরী ব্যক্তি। তিনি পুরো ক্যারিয়ারজুড়ে শক্তি, দুর্বলতা, উদ্ভটতা ও মনোমুগ্ধকর বিষয়গুলো তুলে ধরেছেন।

১৯৬০ সালে মার্কিন অভিনেতা ব্রুস ডার্নের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডায়ান। এ সংসারে জন্ম নেয় লরা ডার্ন। যদিও ডায়ানের প্রথম সংসার ভেঙে যায়।

১৯৩৫ সালের ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন ডায়ান। মঞ্চ ও টিভি নাটক দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন এই অভিনেত্রী। ল্যাড মার্টিন স্করসেজি নির্মিত ‘অ্যালিস ডাজনট লাইভ হিয়ার এনিমোর’ সিনেমা ১৯৭৪ সালে মুক্তি পায়। এ সিনেমায় অভিনয় করে খ্যাতি কুড়ান তিনি। কেবল তাই নয় সিনেমাটির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার মনোনয়ন লাভ করেন ডায়ান।

পরবর্তীতে ‘চায়নাটাউন’, ‘প্রাইমারি কালার্স’, ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’, ‘র‍্যাম্বলিং রোজ’-সহ অসংখ্য উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেন ডায়ান। ডেভিড লিঞ্চ নির্মিত ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ সিনেমা ১৯৯০ সালে মুক্তি পায়। এতে খলনায়িকা চরিত্রে অভিনয় করেন ডায়ান। ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ ও ‘র‍্যাম্বলিং রোজ’ সিনেমার জন্য আরো দুইবার অস্কার মনোনয়ন পান এই অভিনেত্রী।