দ্য হলিউড রিপোর্টারকে অভিনেত্রীর মেয়ে অস্কার বিজয়ী তারকা লরা ডার্ন বলেন, আমার অসাধারণ একজন নায়ক ছিলেন আমার মা। তিনি সোমবার সকালে ক্যালিফোর্নিয়ার ওজাইতে নিজ বাড়িতে মারা গেছেন। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মেয়ে, মা, দাদি, অভিনেত্রী, শিল্পী এবং সহানুভূতিশীল আত্মা। তাকে পেয়ে আমরা ধন্য হয়েছি।
অস্কার মনোনীত অভিনেত্রী ডায়ান ল্যাড মারা গেছেন
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৫:১৪:৪৮ এএম, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ১ পাঠক
১৯৬০ সালে মার্কিন অভিনেতা ব্রুস ডার্নের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডায়ান। এ সংসারে জন্ম নেয় লরা ডার্ন। যদিও ডায়ানের প্রথম সংসার ভেঙে যায়।
পরবর্তীতে ‘চায়নাটাউন’, ‘প্রাইমারি কালার্স’, ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’, ‘র্যাম্বলিং রোজ’-সহ অসংখ্য উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেন ডায়ান। ডেভিড লিঞ্চ নির্মিত ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ সিনেমা ১৯৯০ সালে মুক্তি পায়। এতে খলনায়িকা চরিত্রে অভিনয় করেন ডায়ান। ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ ও ‘র্যাম্বলিং রোজ’ সিনেমার জন্য আরো দুইবার অস্কার মনোনয়ন পান এই অভিনেত্রী।














