ঢাকা ০৮:০৭ পিএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে বাফুফের প্রাথমিক স্কোয়াড ঘোষণা, আছেন হামজা-শমিত

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৫:০৫:১৬ এএম, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ৩ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে বাংলাদেশ গত ৩০ নভেম্বর থেকে ক্যাম্প শুরু করলেও, দল ঘোষণা নিয়ে দীর্ঘসূত্রিতা বজায় রেখেছিল বাফুফে।

নিকট অতীতে ক্যাম্প শুরুর পরপরই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হলেও, এবার আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তেমন মাথাব্যথা দেখা যায়নি। অবশেষে গতকাল (মঙ্গলবার) হেড কোচ হাভিয়ের কাবরেরা দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর আজ (বুধবার) ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে।

কয়েকদিন আগে যমজ সন্তানের বাবা হওয়ায় জাতীয় দলের ক্যাম্পের শুরুতে উপস্থিত ছিলেন না বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। মঙ্গলবার ঢাকায় ফিরে বিকেলে দলের অনুশীলনে যোগ দেন এই স্প্যানিয়ার্ড। অনুশীলন শুরুর আগে নেপাল ও ভারত ম্যাচ নিয়ে নিজের লক্ষ্যের কথা জানান ক্যাবরেরা।

একই সাথে তাকে শুনতে হয়েছে ক্যাম্প শুরু হলেও কেন বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়নি সেই প্রশ্নটি। এমন প্রশ্ন শুনে ক্যাবরেরা পুরো দায় চাপিয়ে দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর, “আমার মনে হয় এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি যথারীতি ক্যাম্পের আগে তালিকা দিই। খেলোয়াড় তালিকা গণমাধ্যমে না দেওয়ার বিষয়টি বাফুফের সিদ্ধান্ত।”

আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এর আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবেন হামজা চৌধুরী-শমিত সোমরা। আজ থেকে নেপাল ম্যাচের টিকিট বিক্রি শুরু করেছে বাফুফে। এই দুটি ম্যাচের প্রস্তুতি গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, যেখানে তালিকা গোপন রেখেই জাতীয় দলের ক্যাম্প চলছিল।

অক্টোবর উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে হোম-অ্যাওয়ে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, যার জন্য প্রাথমিক দল ছিল ২৮ সদস্যের। সেই দল থেকে বাদ পড়েছেন মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান, ফরোয়ার্ড সুমন রেজা এবং ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল দুটি কার্ডের জন্য এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে খেলতে পারবেন না। এই তিনজনের পরিবর্তে গোলরক্ষক পাপ্পু এবং ডিফেন্ডার শাকিল হোসেন আবার দলে ফিরেছেন।

জাতীয় দলের হেড কোচ ক্যাবরেরা আজও ১৫ জন ফুটবলার নিয়ে অনুশীলন করিয়েছেন। বসুন্ধরা কিংসের দশ জন ফুটবলার ৭ নভেম্বর ক্যাম্পে যোগ দেবেন। বাংলাদেশের দুই প্রধান তারকা হামজা চৌধুরি ১০ নভেম্বর এবং শামিত সোম ১২ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশের স্কোয়াড (২৭ সদস্যের প্রাথমিক দল):

গোলরক্ষক: মিতুল মারমা, পাপ্পু হোসেন, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ

ডিফেন্ডার: তপু বর্মণ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর

মিডফিল্ডার: সোহেল রানা, মো. সোহেল রানা, জামাল ভূঁইয়া, হৃদয়, কাজেম শাহ, হামজা চৌধুরি, শামিত সোম, মোরসালিন

ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, আরমান ফয়সাল আকাশ, আল আমিন, ইব্রাহীম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবশেষে বাফুফের প্রাথমিক স্কোয়াড ঘোষণা, আছেন হামজা-শমিত

প্রকাশকাল ০৫:০৫:১৬ এএম, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে বাংলাদেশ গত ৩০ নভেম্বর থেকে ক্যাম্প শুরু করলেও, দল ঘোষণা নিয়ে দীর্ঘসূত্রিতা বজায় রেখেছিল বাফুফে।

নিকট অতীতে ক্যাম্প শুরুর পরপরই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হলেও, এবার আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তেমন মাথাব্যথা দেখা যায়নি। অবশেষে গতকাল (মঙ্গলবার) হেড কোচ হাভিয়ের কাবরেরা দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর আজ (বুধবার) ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে।

কয়েকদিন আগে যমজ সন্তানের বাবা হওয়ায় জাতীয় দলের ক্যাম্পের শুরুতে উপস্থিত ছিলেন না বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। মঙ্গলবার ঢাকায় ফিরে বিকেলে দলের অনুশীলনে যোগ দেন এই স্প্যানিয়ার্ড। অনুশীলন শুরুর আগে নেপাল ও ভারত ম্যাচ নিয়ে নিজের লক্ষ্যের কথা জানান ক্যাবরেরা।

একই সাথে তাকে শুনতে হয়েছে ক্যাম্প শুরু হলেও কেন বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়নি সেই প্রশ্নটি। এমন প্রশ্ন শুনে ক্যাবরেরা পুরো দায় চাপিয়ে দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর, “আমার মনে হয় এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি যথারীতি ক্যাম্পের আগে তালিকা দিই। খেলোয়াড় তালিকা গণমাধ্যমে না দেওয়ার বিষয়টি বাফুফের সিদ্ধান্ত।”

আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এর আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবেন হামজা চৌধুরী-শমিত সোমরা। আজ থেকে নেপাল ম্যাচের টিকিট বিক্রি শুরু করেছে বাফুফে। এই দুটি ম্যাচের প্রস্তুতি গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, যেখানে তালিকা গোপন রেখেই জাতীয় দলের ক্যাম্প চলছিল।

অক্টোবর উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে হোম-অ্যাওয়ে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, যার জন্য প্রাথমিক দল ছিল ২৮ সদস্যের। সেই দল থেকে বাদ পড়েছেন মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান, ফরোয়ার্ড সুমন রেজা এবং ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল দুটি কার্ডের জন্য এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে খেলতে পারবেন না। এই তিনজনের পরিবর্তে গোলরক্ষক পাপ্পু এবং ডিফেন্ডার শাকিল হোসেন আবার দলে ফিরেছেন।

জাতীয় দলের হেড কোচ ক্যাবরেরা আজও ১৫ জন ফুটবলার নিয়ে অনুশীলন করিয়েছেন। বসুন্ধরা কিংসের দশ জন ফুটবলার ৭ নভেম্বর ক্যাম্পে যোগ দেবেন। বাংলাদেশের দুই প্রধান তারকা হামজা চৌধুরি ১০ নভেম্বর এবং শামিত সোম ১২ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশের স্কোয়াড (২৭ সদস্যের প্রাথমিক দল):

গোলরক্ষক: মিতুল মারমা, পাপ্পু হোসেন, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ

ডিফেন্ডার: তপু বর্মণ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর

মিডফিল্ডার: সোহেল রানা, মো. সোহেল রানা, জামাল ভূঁইয়া, হৃদয়, কাজেম শাহ, হামজা চৌধুরি, শামিত সোম, মোরসালিন

ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, আরমান ফয়সাল আকাশ, আল আমিন, ইব্রাহীম।